Latest Weather Update: বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস, কোথাও কমলা কোথাও হলুদ সতর্কতা - Bengali News | Latest Weather Update: The Alipore Meteorological Department said that monsoon is expected to enter South Bengal on Monday, June 10, but it is not coming. It will take a few more days to know when the monsoon will come. - 24 Ghanta Bangla News

Latest Weather Update: বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস, কোথাও কমলা কোথাও হলুদ সতর্কতা – Bengali News | Latest Weather Update: The Alipore Meteorological Department said that monsoon is expected to enter South Bengal on Monday, June 10, but it is not coming. It will take a few more days to know when the monsoon will come.

0

কলকাতা: সকাল ছ’টা হোক কী সাতটা। ভ্যাপসা গরমে পাগল-পাগল অবস্থা। বেলা বাড়লে তো আর কথাই নেই। রোদের তেজে বাইরে বেরনো দায় হয়ে পড়ছে। কবে বর্ষা আসবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এ দিকে, নিয়ম মানলে আজই বর্ষা ঢোকার কথা দক্ষিণবঙ্গে। তিলোত্তমারও বর্ষার বৃষ্টিতে ভেজার কথা। কিন্তু কপালে সুখ সইলে তো…বর্ষা লেট। তাই ঘামে ভিজতে হচ্ছে সকলে। তবে দক্ষিণবঙ্গের এই অবস্থা হলেও উত্তরবঙ্গে কিন্তু জারি হয়েছে কমলা সতর্কতা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরব সাগরে কার্যত দুরন্ত গতিতে এগোচ্ছে মৌসুমি বায়ু। মুম্বইয়ে বর্ষা ঢুকে গিয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে প্রায় থমকে বর্ষা এক্সপ্রেস। এই সুযোগে সিটি অফ জয়কে পিছনে ফেলে দিল বাণিজ্য নগরী মুম্বই। একই দিনে বর্ষা যেমন ঢোকার কথা ছিল মুম্বইয়ে তেমনই আসার কথা ছিল কলকাতাতেও। তবে বাণিজ্য নগরীতে দু’দিন আগে ঢুকলেও কলকাতার কপালে সেই সুখ নেই। আবহবিদরা বলতেই পারছেন না এই গরম থেকে মুক্তি কবে মিলবে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে। আগামী ১৩ তারিখের আগে কোনও গল্প নেই।”

তবে দক্ষিণবঙ্গে এই অবস্থা থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলা অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপ প্রভাবের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় গরম ৪০ ছুঁইছুঁই করছে। ফলত বৃষ্টি কবে আসবে এখন সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x