IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার রেকর্ড ভারতের; খলনায়ক পিচ, শট সিলেকশনও – Bengali News | Pakistan bowls out Team India for the first time ever in T20 World Cup

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার রেকর্ড ভারতের; খলনায়ক পিচ, শট সিলেকশনওImage Credit source: ICC
কলকাতা: যতটা জমজমাট হতে পারে বলে মনে হচ্ছিল, ঠিক ততটা জমজমাট হচ্ছে কি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ? অনেক ক্রিকেট প্রেমীই একবাক্যে উত্তর দেবেন না, হচ্ছে না। টস হেরে প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। হিটম্যানের ম্যাজিক, কোহলির শাসন কোনও টাই দেখা গেল না পাকিস্তানের বিরুদ্ধে। যা লড়লেন ঋষভ পন্থ। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে পন্থ-অক্ষর ক্রিজে থাকার সময় প্রোজেক্টেড স্কোর ২০০ প্লাসও দেখাচ্ছিল। কিন্তু সেখান থেকে ভারত শেষ অবধি ১১৯ রানে অলআউট। পাকিস্তান ইতিমধ্যেই ইতিহাসের পাতায় ঢুকে পড়েছে। জানেন কী ভাবে?
বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে কোন লজ্জার রেকর্ড গড়ল রোহিত শর্মার ভারত?
আসলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কখনও ভারতীয় টিমকে এর আগে অলআউট করতে পারেনি। এ বার সেটাই করে দেখাল গ্রিন আর্মি। কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম বার পাক ক্রিকেট টিম অলআউট করল ভারতীয় দলকে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হ্যারিস রউফ। ২টি উইকেট নিয়েছেন মহম্মদ আমির। আর ১টি উইকেট শাহিন শাহ আফ্রিদির। আর একটি রান আউট।
পিচের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের শট নির্বাচনও অনেকটাই দায়ী এই ১১৯ রানে অলআউট হওয়ার জন্য। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং চালিয়ে যেতে পারেনি টিম ইন্ডিয়া। ১৯তম ওভারে ১১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এই ১১৯ রানের মধ্যে রয়েছে অতিরিক্ত ৭ রান। এবং ভারতের হয়ে সর্বাধিক ৪২ রান করেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা এই দুই ক্রিকেটার শূন্যে আউট হয়েছেন। এ বার দেখার অল্প রানের পুঁজি নিয়ে ভারত কি আটকে দিতে পারবে পাকিস্তানকে?