পাক দিচ্ছে ড্রোন, জঙ্গলে চিরুণী তল্লাশি সেনার, জঙ্গি হামলায় দ্রুত তদন্তের দাবি মমতার – Bengali News | Jammu Kashmir Terror Attack: Drone Surveilance, Army Search For Terrorists who Attacked Bus in Jammu Kashmir
এই বাসেই হামলা চালায় জঙ্গিরা।Image Credit source: PTI
শ্রীনগর: রক্তাক্ত উপত্যকা। ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। পুণ্যার্থী বোঝাই বাসে গুলি চালায় জঙ্গিরা। গুলি এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩৩ জন। জঙ্গি হামলা ও দুর্ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এদিকে, হামলার পরই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
রবিবার একদিকে যেখানে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ছিল, সেখানেই জম্মু-কাশ্মীরে চলে জঙ্গি বামলা। বৈষ্ণোদেবীর পথে পুণ্যার্থী বোঝাই বাসে আচমকা গুলি চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, শিবখোড়া থেকে কাটরা যাচ্ছিল বাসটি। মাঝপথেই হামলা চালায় জঙ্গিরা। বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বাসে।
জঙ্গিদের গুলি থেকে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে।
হামলার পর থেকেই জঙ্গিদের ধরতে অভিযানে নেমেছে সেনা। সূত্রের খবর, রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তাদের ধরতে রাত থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সকাল থেকে জঙ্গের উপর দিয়ে ওড়ানো হচ্ছে ড্রোন।
Learnt that there has been an incident of attack on some pilgrims in Jammu and Kashmir, and there have been consequently 9 deaths. The matter should be immediately investigated into.
I convey my profound condolences to the victim families.
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2024
অন্যদিকে, জঙ্গি হামলা ও পুণ্যার্থীদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন এবং অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন।