দম বিরিয়ানি থেকে ঘেওয়ার, রাষ্ট্রপতি ভবনে এলাহী ভোজ মোদীর মন্ত্রিসভার, পুরো মেনু দেখলে মাথা ঘুরবে… – Bengali News | Special Dinner Arranged for PM Narendra Modi & Ministers in Rashtrapati Bhavan, here’s the Complete Menu of Feast
নতুন মন্ত্রীদের সঙ্গে ভোজ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির। Image Credit source: PTI
নয়া দিল্লি: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তার সঙ্গেই তৈরি হল পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও। নতুন-পুরনোদের মিলিয়ে মিশিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার বেশ কিছু চমকও রয়েছে। এবার মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব পেয়েছে এনডিএ-র জোটসঙ্গীরাও। বেশ কিছু মন্ত্রী পদ দেওয়া হয়েছে তাদের। শপথ গ্রহণ শেষ হতেই সকল নব নির্বাচিত সাংসদ তথা মন্ত্রীদের নিয়ে নৈশভোজে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলাহি আয়োজন। কী ছিল না তাতে…
আগেই জানা গিয়েছিল, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নব-নির্বাচিত সাংসদ-মন্ত্রীরাও সেই নৈশভোজে যোগ দিয়েছিলেন।
কী মেনু ছিল?
এএনআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের অনুষ্ঠানের পর বিশেষ নৈশভোজে মেনুতে ছিল একাধিক ধরনের জুস, আমের ক্রিম, স্টাফড লিচি, মটকা কুলফি, রায়তা। এছাড়া ছিল নানা ধরনের রুটি। ছিল পঞ্জাবী খাবারের কাউন্টারও। মূল মেনুতে ছিল দম বিরিয়ানি, যোধপুরী সবজির মতো খাবার। মিলেট দিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের খাবার। এর জন্য আলাদা কাউন্টারও ছিল। শেষ পাতে মুখ মিষ্টি করাতে রসমলাই ও রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার মিষ্টি ছিল। দই দিয়ে তৈরি নানা পদও ছিল মেনুতে।