Jamaishasthi Special Recipe: জামাইষষ্ঠীতে আম দিয়ে বানিয়ে ফেলুন এই স্পেশাল রেসিপি – Bengali News | Mango payes easy recipe at home

আমের পায়েস করতে লাগবে পাকা আম, দুধ, গোবিন্দ ভোগ চাল, চিনি, কাজু, কিসমিস, আমন্ড ও ছোট এলাচ। দুধ ও চালের পরিমাণ অনুযায়ী আম নিতে হবে। ১ লিটার দুধের সঙ্গে ৬০০-৭০০ গ্রাম চাল এবং অন্তত ২টি পাকা আম হলে খেতে ভাল হবে