WB Class 12 Board Result: তাঁতির মেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে দশম, শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে বৃষ্টি - Bengali News | Wb class 12 board result The weaver's daughter is 10th in hS this year, Rain dreams of becoming a teacher - 24 Ghanta Bangla News

WB Class 12 Board Result: তাঁতির মেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে দশম, শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে বৃষ্টি – Bengali News | Wb class 12 board result The weaver’s daughter is 10th in hS this year, Rain dreams of becoming a teacher

0

হুগলি: তাঁত বুনে কোনওরকমে টেনে টুনে চলে সংসার। মাধ্যমিক পর্যন্ত নিজেই পড়িয়েছেন মেয়েকে। নিজের চেষ্টায় ভাল ফল করেছে মেয়ে।  উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় প্রথম দশে স্থান করে নিয়েছে হুগলির বেগমপুর হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী বৃষ্টি দত্ত। বৃষ্টির প্রাপ্ত নম্বর ৪৮৭।

বাবা সুশান্ত দত্ত একজন তন্তুবায়। তাঁতের কাপড় তৈরি করে কোনওরকমে সংসার চালান। মেয়ে দশম স্থান অধিকার করায় পরিবারে খুশির হওয়া বইলেও মেয়ের উচ্চ শিক্ষার জন্য চিন্তার ভাঁজ পড়েছে কপালে। তবে শত কষ্ট করেও মেয়ের ইচ্ছা পূরণ করতে ব্রতী হয়েছেন সুশান্ত। মা পম্পা দত্তও সংসারের হাল ধরতে কুটির শিল্পের কাজ করতেন, তবে মেয়ের উচ্চ শিক্ষার খরচ নিয়েও বেশ চিন্তিত তিনি।

ভালো ফলাফলের প্রত্যাশা ছিলই। কখনই সময় বেঁধে নিয়মে পড়াশোনা করত না বৃষ্টি।স্কুলের সব পাঠ্য বই তার কেনাও সম্ভব হয়নি। অনেকের কাছ থেকে বই জোগাড় করে পড়াশোনা করেছে। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছা রয়েছে তার। প্রিয় বিষয় ইংরাজি। তাই ইংরাজি সাহিত্য নিয়েই পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x