Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতে - Bengali News | Neeraj Chopra to compete in India for first time in 3 years at Federation Cup - 24 Ghanta Bangla News

Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতে – Bengali News | Neeraj Chopra to compete in India for first time in 3 years at Federation Cup

0

Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতেImage Credit source: Neeraj Chopra X

কলকাতা: আর মাত্র একদিন পর দোহাতে হিরের খোঁজে নামবেন ভারতের হিরের টুকরো ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ১০ মে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করবেন। তারপর দেশে ফিরে আসবেন। তারপর ভারতের ঘরোয়া ইভেন্টে অংশ নেবেন। দীর্ঘ ৩ বছর পর ভারতের মাটিতে জাতীয় ফেডারেশন কাপে অংশ নিতে চলেছেন পানিপতের ছেলে নীরজ।

২৬ বছর বয়সী সুপারস্টার নীরজ চোপড়া ডায়মন্ড লিগের দোহা পর্ব শেষ করে দেশে ফিরে আসবেন। ভুবনেশ্বরে ১২ থেকে ১৫ মে অনুষ্ঠিত হবে জাতীয় ফেডারেশন কাপ। তিন বছর পর ভারতের মাটিতে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন নীরজ। আসন্ন ন্যাশানাল ফেড কাপে নীরজ চোপড়ার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে কিশোর কুমার জেনাকেও। হানঝাউ এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন নীরজ। আর রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা।

ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখা হয়েছে, ‘নথিভুক্ত অ্যাথলিটদের তালিকা অনুযায়ী নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন, যা ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে।’ পাশাপাশি নীরজ চোপড়ার কোচ ক্লাউস বার্টোনিটজ জানিয়েছেন, ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে খেলবেন ভারতের সোনার ছেলে।

২০২১ সালের ১৭ মার্চ শেষ বার জাতীয় ফেডারেশন কাপে অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া। সেখানে তিনি ৮৭.৮০ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। ২০২৩ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ডায়মন্ড লিগের তিনটি লেগে জিতেছিলেন তিনি। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন নীরজ। তাঁর পার্সোনাল বেস্ট ৮৯.৯৪ মিটার। নীরজের স্বপ্ন ৯০ মিটার জ্যাভলিন থ্রো করার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x