Lok Sabha Election 2024: ভোট-পর্বে হিংসার ছবি বদলে ‘ভাল রাজ্যের’ তালিকায় উঠে এল বাংলা! – Bengali News | Lok Sabha Election 2024 West Bengal Peaceful polling Election Commission of India
কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম তিন দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা ঘটলেও, বড়সড় কোনও অশান্তি এড়ানো গিয়েছে। অতীতে বাংলার বিধানসভা ভোটে কিংবা পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের অশান্তির অভিযোগ উঠে এসেছিল, এবার সেই ধরনের ছবি একেবারেই ধরা পড়েনি এখনও পর্যন্ত। ভোট-পর্বে হিংসার ছবি বদলে দিয়ে এবার দেশের মধ্যে ‘ভাল রাজ্যের’ তালিকায় উঠে এল বাংলা। তৃতীয় দফার ভোটের পর এ রাজ্যকে ফুল মার্কস দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উচ্ছ্বসিত প্রশংসা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। লোকসভা নির্বাচনের আবহে দেশের সব রাজ্যের মধ্যে অন্যতম ভাল কাজ করা রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি তেলঙ্গানা-সহ একাধিক রাজ্যে উঠে আসা হিংসার অভিযোগ প্রসঙ্গে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কেন হিংসার অভিযোগ উঠে আসছে, সে বিষয়ে আরও নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ রাজ্যের ক্ষেত্রে চতুর্থ দফার ভোট পর্ব যাতে আরও ভালভাবে হয়, তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলায় এবারের লোকসভা নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে শুরু থেকেই সজাগ দৃষ্টি রেখেছে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বাংলায় ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবার প্রথম তিন দফার ভোটের পর বাংলার সার্বিক চিত্রকে সার্টিফিকেট নির্বাচন কমিশনের।