Gold Price Today: অক্ষয় তৃতীয়ার আগে বাম্পার সেল! হঠাৎ করে সস্তা হয়ে গেল সোনা, আজ দর কত? - Bengali News | Gold Price Decrease by 1000 rs Today, Silver Price Remain Unchanged, Check out Gold Silver Rate in Kolkata Today - 24 Ghanta Bangla News

Gold Price Today: অক্ষয় তৃতীয়ার আগে বাম্পার সেল! হঠাৎ করে সস্তা হয়ে গেল সোনা, আজ দর কত? – Bengali News | Gold Price Decrease by 1000 rs Today, Silver Price Remain Unchanged, Check out Gold Silver Rate in Kolkata Today

0

কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগেই দারুণ খবর। ঘরে লক্ষ্মী আনা সহজ হল আরও। অক্ষয় তৃতীয়ায় বহু বাড়িতে ও দোকানে লক্ষ্মী-গণেশের আরাধনা করা হয়। অনেকেই এই শুভ তিথিতে সোনা-রুপোর গহনা কেনেন। তাদের বিশ্বাস, এতে সংসারে লক্ষ্মীর আগমন হয়। এবার অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীকে ঘরে আনা সহজ হল আরও। একধাক্কায় অনেকটা কমল সোনার দাম। পাশাপাশি বিভিন্ন গহনার দোকানে অক্ষটয় তৃতীয়া উপলক্ষে মেকিং চার্জ ও গহনার দামেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ফলে আরও সস্তায় পাওয়া যাবে সোনা-রুপো। অক্ষয় তৃতীয়ার আগেই যদি আপনি সোনা কিনতে চান, তবে আজ রয়েছে সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজকের সোনা-রুপোর দর-

২২ ক্য়ারেটের সোনার দাম-

আজ, ৮ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬২৫ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম।

১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ২৫০ টাকা। যা গতকালের তুলনায় ১০০ টাকা কম। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ১ হাজার টাকা।

২৪ ক্য়ারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২২৭ টাকা, যা গতকালের তুলনায় ১১ টাকা কম।

১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৭০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা কমেছে সোনার দাম।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ১১০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪২০ টাকা। ৯ টাকা দাম কমেছে সোনার।

১০ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ২০০ টাকা। ৯০ টাকা দাম কমেছে সোনার।

১০০ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দর আজ রয়েছে ৫ লক্ষ ৪২ হাজার টাকা। একদিনে সোনার দাম কমেছে ৯০০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৫ হাজার টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x