সারাদিন রিল, ভিডিয়ো তৈরি করেন; জানেন উচ্চ-মাধ্যমিকে কেমন রেজ়াল্ট ইনফ্লুয়েন্সারদের? - Bengali News | These youtubers and social media influencers have gained huge marks in the board exams - 24 Ghanta Bangla News

সারাদিন রিল, ভিডিয়ো তৈরি করেন; জানেন উচ্চ-মাধ্যমিকে কেমন রেজ়াল্ট ইনফ্লুয়েন্সারদের? – Bengali News | These youtubers and social media influencers have gained huge marks in the board exams

0

নিজের রেজ়াল্ট জানিয়ে TV9 বাংলাকে উন্মেষ জানিয়েছিলেন, ইউটিউবকে কেরিয়ার করব ভেবেছিলেন যখন, তাঁর এবং অভিভাবক দু’জনেরই সংশয় ছিল খুব। মনে হয়েছিল ইউটিউবার হয়ে কোনও লাভ নেই। তবে মানুষের কনটেন্ট ভাল লাগতে শুরু করে। উন্মেষের চ্যানেল বাঁকুড়া মিমস জনপ্রিয়তা লাভ করে হু হু করে। এই মুহূর্তে বাঁকুড়া থেকে কলকাতায় চলে এসেছেন উন্মেষ। ওয়েব সিরিজ়েও কাজ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x