Daryl Mitchell: সমর্থকের আই ফোন ভেঙে দিলেন ড্যারেল মিচেল! - Bengali News | Csks daryl mitchell breaks a fans iphone during ipl 2024 practice gifts him his gloves later watch video - 24 Ghanta Bangla News

Daryl Mitchell: সমর্থকের আই ফোন ভেঙে দিলেন ড্যারেল মিচেল! – Bengali News | Csks daryl mitchell breaks a fans iphone during ipl 2024 practice gifts him his gloves later watch video

0

প্র্যাক্টিসে কতকিছুই না ঘটে। অনেক সময় চোট লাগে। মরসুম শেষ হয়ে যায়। ম্যাচের আগে এমন দুর্গটনা নতুন নয়। তবে ড্যারেল মিচেলের প্র্যাক্টিসে এক ভক্তের মন ভাঙল। কারণ, তাঁর দামি ফোন ভাঙল! ঘটনাটি যদিও আজকের নয়। প্রকাশ্যে এসেছে আজই। ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। পঞ্জাব বোলারদের দাপটে চাপে পড়েছিল চেন্নাই। শেষ অবধি জেতে তারাই।

রবিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে প্রবল চাপে পড়েছিল সুপার কিংস। রবীন্দ্র জাডেজা অনবদ্য একটা ইনিংস খেলেন। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ৩২ রান করেন। লোয়ার অর্ডারে ১৯ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস ড্যারেল মিচেলের ব্যাটে। এই তিনটে ইনিংসই চেন্নাই সুপার কিংসকে ভরসা দেয়। বাকি কাজটা দুর্দান্ত ভাবে সারে বোলিং বিভাগ।

ধরমশালায় ১৯ বলে ৩০ রানের সেই ক্যামিও ইনিংসের প্র্যাক্টিসেই দুর্ঘটনা! ম্যাচের আগে থ্রো ডাউনে নকিং করছিলেন ড্যারেল মিচেল। মূলত পুল শট প্র্যাক্টিস করছিলেন। টাইমিং ঠিকঠাকই হচ্ছিল। বাউন্ডারি লাইনের পাশেই নকিং করছিলেন মিচেল। তাঁর একটি পুল শটই পাশের স্ট্যান্ডে পড়ে। এক সমর্থক ভিডিয়ো করছিলেন। পাশে অনেকেই প্র্যাক্টিস দেখছিলেন। সেই শট এসে ফোনে লাগে।

আই ফোনের মতো দামি জিনিস ভাঙায় স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন সেই ফ্যান। যদিও তাঁর হতাশা অনেকটাই কমেছে। ড্যারেল মিচেল তাঁকে গ্লাভস উপহার দেন। দামের দিক থেকে হয়তো কম, তবে এমন উপহারের আবার দাম কম-বেশি হয় নাকি!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x