Salt on Kohli: 'ওটা নিয়ে আর ভাবছিই না', এগিয়ে যাওয়ার বার্তা সল্টের - Bengali News | We may have got away with Virat Kohli wicket: Phil Salt - 24 Ghanta Bangla News

Salt on Kohli: ‘ওটা নিয়ে আর ভাবছিই না’, এগিয়ে যাওয়ার বার্তা সল্টের – Bengali News | We may have got away with Virat Kohli wicket: Phil Salt

0

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিরাট কোহলি। রবিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ বলে ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে আলোচনায় বিরাট কোহলির আউট। হর্ষিত রানার স্লোয়ার ফুলটসে আউট হন বিরাট কোহলি। পপিং ক্রিজের বাইরে ছিলেন বিরাট। ফলে কোমরের উচ্চতায় থাকলেও তা নো বল দেওয়া হয়নি।

নো-বল নিয়ে মাঠেই আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়ান বিরাট কোহলি। শুধু তাই নয়, ম্যাচ শেষেও আম্পায়াররা তাঁকে বোঝান, কেন সেটি নো বল দেওয়া হয়নি। মাঠে আম্পায়ারদের সঙ্গে এমন আচরণের জন্য বিরাট কোহলির জরিমানাও হয়েছে। বিরাট আউট হলেও ম্যাচ জেতার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শেষ বলে অনবদ্য রান আউট করেন ফিল সল্ট। রমনদীপের থ্রো ঠিকঠাক জায়গায় ছিল না। অ্যাক্রোব্যাটিক স্টাইলে রান আউট করেন সল্ট। মাত্র ১ রানে জেতেন শ্রেয়সরা।

চারিদিকে বিরাটের আউট নিয়ে আলোচনা হলেও কেকেআর শিবির সেই মুহূর্ত থেকে সরে দাঁড়িয়েছে। আরসিবিকে হারিয়ে খোশমেজাজে কেকেআর শিবির। এ দিন কাটল গলফ কোর্টেই। তারই ফাঁকে কেকেআর কিপার-ব্যাটার ফিল সল্ট বলেন, ‘বিরাটের আউট নিয়ে চারিদিকে ভিন্ন মত সৃষ্টি হয়েছে। আমরা সেই মুহূর্ত থেকে বেরিয়ে গিয়েছি। খেলায় এমন হতেই পারে। খুব বেশি ভাবতে চাই না।’ ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নতি হবে, বিতর্ক কম হবে, এমনটাও মনে করেন সল্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x