RR vs MI, IPL 2024: হার্দিকের সেঞ্চুরি ম্যাচে সঞ্জুর রাজস্থানের চিন্তা স্কাই – Bengali News | Mumbai Indians captain Hardik Pandya won the toss and elected to bat first against RR in IPL 2024

RR vs MI, IPL 2024: হার্দিকের সেঞ্চুরি ম্যাচে সঞ্জুর রাজস্থানের চিন্তা স্কাইImage Credit source: MI X
কলকাতা: ওয়াংখেড়েতে এ বারের আইপিএলের (IPL) প্রথম সাক্ষাতে হার্দিক-রোহিতদের হারিয়েছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) পিঙ্ক আর্মি। এ বার জয়পুরে সূর্যকুমার যাদব-ঈশান কিষাণরা কি পারবেন সেই হারের বদলা নিতে? মুম্বইয়ের অনুরাগীরা মনে প্রাণে এটাই চাইছেন। আর MI শিবির কী চাইছে? জয় ছাড়া আর কিছু নয়। মুম্বইয়ের মাঠে প্রথম লেগে রাজস্থান অনবদ্য খেলেছিল। সেই ম্যাচে নান্দ্রে বার্গার ও ট্রেন্ট বোল্ট ৬ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদব ছিলেন না। আজ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ব্যাট হাতে নামবেন স্কাই। তিনিই কি ম্যাচে তফাৎ গড়ে দিতে পারবেন?
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আজ তাঁর আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০০তম ম্যাচ খেলছেন হার্দিক। মাইলফলক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন মুম্বইয়ের ক্যাপ্টেন।
আজ প্রথমে বোলিং করতে হবে রাজস্থানকে। তাতে অবশ্য খুশি হয়েছেন সঞ্জু। তিনি বলেন, ‘টস জিতলে আমরা প্রথমে বোলিং বেছে নিতাম। টুর্নামেন্টটা অনেক বড়। গত বছরও আমরা শুরুটা ভালো করেছিলাম। আমরা ৫দিনের বিরতি পেয়েছি।’
পিঙ্ক আর্মির ক্যাপ্টেন টসের পর জানান, সন্দীপ শর্মা আজ একাদশে ফিরেছেন। আর কুলদীপ সেন বাদ পড়েছেন। সন্দীপ একাদশে ফেরায় রাজস্থানের স্লগ ওভারে বোলিং শক্তিশালী হল।
আইপিএলে উইকেটের ডাবল সেঞ্চুরির জন্য আর ১টি উইকেট প্রয়োজন যুজবেন্দ্র চাহালের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী বোলার তিনিই।