Central Force: থাকবে ২৯৯ কোম্পানি, বাংলায় দ্বিতীয় দফার ব্লু প্রিন্ট তৈরি কমিশনের – Bengali News | Lok Sabha Election Phase 2 in West Bengal, 299 Coys of Central Force will be deployed around the state

কেন্দ্রীয় বাহিনী। Image Credit source: TV9 Bangla
কলকাতা: দ্বিতীয় দফার ভোটে বাংলার কোথায় কত বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন? প্রতিটি জেলার জন্য নীল নকশা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় বাংলার তিনটি আসনে ভোট রয়েছে – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এই দ্বিতীয় দফার ভোটের সময়ে বাংলায় সব মিলিয়ে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন। দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন করা হচ্ছে ৭৩ কোম্পানি বাহিনী। থাকছে ৭৩টি কুইক রেসপন্স টিম।
দার্জিলিঙে রাখা হচ্ছে মোট ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম। কালিম্পঙে মোতায়েন করা হবে ১৬ কোম্পানি বাহিনী ও ১৫টি কিউআরটি। এছাড়া সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় মোতায়েন করা হচ্ছে ২১টি কোম্পানি বাহিনী এবং ২১টি কিউআরটি। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে মোট ১১১ কোম্পানি বাহিনী। তার মধ্য়ে ইসলামপুরে রাখা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে রাখা হচ্ছে ৬০ কোম্পানি বাহিনী। সঙ্গে ইসলামপুরের জন্য ৫১টি কিউআরটি ও রায়গঞ্জে ৬০টি কিউআরটি রাখা হচ্ছে।
এর পাশাপাশি যে তিন আসনে ভোট হয়ে গিয়েছে, সেখানেও রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় বাংলায় জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হয়েছে। সেক্ষেত্রে ভোটগ্রহণ হয়ে যাওয়া এই তিন লোকসভা কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রে দুই কোম্পানি করে বাহিনী মোতায়েন রাখা হচ্ছে। পাশাপাশি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি বাহিনী ও ভোট পরবর্তী গোলমালের ঘটনা আটকানোর জন্য ১ কোম্পানি বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে চার কোম্পানি বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানা যাচ্ছে।