Mitchell Starc: উইকেটের খাতা খুলে কী বলছেন ২৫ কোটির মিচেল স্টার্ক? – Bengali News | It is T20 cricket so it can get brutal and You take a bit of luck here and there, KKR Pacer Mitchell Starc on Biggest price tag in IPL 2024
আইপিএলের অন্যতম আকর্ষণ! এমন নয় যে, প্রথম বার আইপিএল খেলছেন। কিন্তু এ বার আইপিএলে বিশাল ফারাক। দীর্ঘ দিন পর এই টুর্নামন্টে ফিরেছেন স্টার্ক। তাও আবার রেকর্ড গড়ে। আইপিএলের মিনি অকশনে সবচেয়ে দামি প্লেয়ার হয়ে উঠেছিলেন প্য়াট কামিন্স। যদিও সেটা সাময়িক। কিছুক্ষণের মধ্যেই রেকর্ড গড়েন স্টার্ক। বিশ্বজয়ী অজি পেসারকে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ঘিরে আকর্ষণ থাকবে, এটাই প্রত্যাশিত।
টুর্নামেন্টের প্রথম দু-ম্যাচ মিলিয়ে ১০০ রান দিয়েছিলেন স্টার্ক। ইডেনে প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করার পর এই পারফরম্যান্স অস্বস্তি বাড়ে কেকেআর শিবিরে। ২৫ কোটির পেসারের যদি এই হাল হয় তা হলে পরিস্থিতি কঠিন হওয়ারই কথা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক পাহাড় প্রমাণ চাপ নিয়ে নেমেছিলেন স্টার্ক। অবশেষে কিছুটা চাপ কমল। এ বারের টুর্নামেন্টে স্টার্কের প্রথম শিকার হন মিচেল মার্শ। এরপর ডেভিড ওয়ার্নারকে ফেরান স্টার্ক। ২ উইকেট নিয়ে স্বস্তি স্টার্কের।
ম্যাচ শেষে কেকেআরের এই অভিজ্ঞ পেসার বলছেন, ‘এই ম্যাচে বোলিংয়ে বিশাল কিছু পরিবর্তন করেছি তা নয়। টি-টোয়েন্টিতে অনেক সময় কিছু সুযোগ মিসও হয়। অনেক কিছুই পক্ষে যায় না। তবে আমরা ৩-০ এগিয়ে গিয়েছি, সেটাই আসল।’