DC vs KKR IPL Match Result: রেকর্ড গড়ে 'প্রথম' বার জয়ের হ্যাটট্রিক, নেট রান রেটও বাড়িয়ে নিল কেকেআর - Bengali News | Delhi Capitals vs Kolkata Knight Riders IPL Match Result 2024 Know Who Won DC vs KKR IPL Match on 03 04 2024 Highlights Bengali - 24 Ghanta Bangla News

DC vs KKR IPL Match Result: রেকর্ড গড়ে ‘প্রথম’ বার জয়ের হ্যাটট্রিক, নেট রান রেটও বাড়িয়ে নিল কেকেআর – Bengali News | Delhi Capitals vs Kolkata Knight Riders IPL Match Result 2024 Know Who Won DC vs KKR IPL Match on 03 04 2024 Highlights Bengali

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে অপরাজিত তকমা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিকে মরসুম শুরু। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। পরপর অ্যাওয়ে ম্যাচ। চিন্নাস্বামীতে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছিল কেকেআর। নজর ছিল হ্যাটট্রিকে। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই লক্ষ্যও পূরণ করল কেকেআর।

টিম গেমের চেয়ে বড় কিছু হয় না। কলকাতা নাইট রাইডার্স অনবদ্য টিম গেমের উদাহরণ দিল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় বৈভব অরোরাকে। গত মরসুমেই কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল বৈভবের। ইমপ্যাক্ট রাখলেন ইমপ্যাক্ট প্লেয়ার। ২৭ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তার আগে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন কেকেআরের অলরাউন্ডার সুনীল নারিন। ভুললে চলবে না আন্দ্রে রাসেল ও অঙ্গকৃশের ব্যাটিংও।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed