Syria: ইরানি কনস্যুলেটে ইজরায়েলের এয়ার স্ট্রাইক, নিহত ১১ - Bengali News | Israeli air strike on iran consulate in syria two irgc generals killed - 24 Ghanta Bangla News

Syria: ইরানি কনস্যুলেটে ইজরায়েলের এয়ার স্ট্রাইক, নিহত ১১ – Bengali News | Israeli air strike on iran consulate in syria two irgc generals killed

0

সিরিয়া: দামাস্কাসে ইরানি কনস্যুলেটে ইজরায়েলি হানা। ইরানের কনস্যুলেটে সোমবার আকাশপথে এই হামলা চলে। ধ্বংস হয়ে গিয়েছে ভবনটি। ইরানের দাবি, মৃত্যু হয়েছে সে দেশের রেভোলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র কমান্ডার মহম্মদ রেজা জাহেদির। মারা গিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাদি হাজি রাহিমি। ৭ জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও মানবাধিকারের বিষয়ে নজর রাখা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, নিহতের সংখ্যাটা ১১।

নিহতদের তালিকায় ৮ জনের ইরানের নাগরিক, ২ জন সিরিয়ার, ১ জন লেবাননের। তবে সকলেই যোদ্ধা, কেউ সাধারণ নাগরিক নন বলেই সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সিরিয়ার নিজস্ব সংবাদসংস্থা SANA জানিয়েছে, ‘ইজরায়েলি হানার লক্ষ্যই ছিল ইরানের কনস্যুলেট।’

হিজবুল্লাহ গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ‘শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে ছাড়ব না।’ এই গোষ্ঠী অক্টোবর থেকেই গাজ়ার পাশে দাঁড়িয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x