Fire: দাউদাউ করে জ্বলল বহুতলের একাংশ, একবালপুরে ভয়াবহ আগুন - Bengali News | Ekbalpur Fire: Fire brokeout at ekbalpur in Kolkata, no one injured - 24 Ghanta Bangla News

Fire: দাউদাউ করে জ্বলল বহুতলের একাংশ, একবালপুরে ভয়াবহ আগুন – Bengali News | Ekbalpur Fire: Fire brokeout at ekbalpur in Kolkata, no one injured

0

কলকাতা: রাতের শহরে ফের আগুন আতঙ্ক। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একবালপুরের একটি বহুতল আবাসনে আগুন লেগে যায়। ৫৭ ডি বহুতল আবাসনে আগুন লেগে যায়। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন একবালপুর এলাকার একটি বহুতলে আগুন লেগে যায়। একেবারে টপ ফ্লোরে আগুন লেগে যায়। সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত নীচে নেমে আসেন। হইহট্টগোল শুরু হয়ে যায়।

প্রাথমিকভাবে আবাসনের যে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে তা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দমকলের পাঁচটি ইঞ্জিন সেই আগুন নেভায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকল। স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাত্রিবেলা হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা দেখতে পাই একদম উপরের ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলছিল। তারপরই আমরা নিচে নেমে আসি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x