Adhir ranjan Chowdhury: 'বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব', 'স্ট্রেটকাট' মন্তব্য অধীরের - Bengali News | Adhir chowdhury: Congress leader Adhir chowdhury said that if TMC win from Berhampore he will left politics - 24 Ghanta Bangla News

Adhir ranjan Chowdhury: ‘বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব’, ‘স্ট্রেটকাট’ মন্তব্য অধীরের – Bengali News | Adhir chowdhury: Congress leader Adhir chowdhury said that if TMC win from Berhampore he will left politics

0

বহরমপুর: তৃণমূল কংগ্রেসকে ফের খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব।” ২০১৯-এর ভোটেও বহরমপুরে জিতে বাজিমাত করেন অধীর চৌধুরী।

বস্তুত, একদা বামেদের বিরুদ্ধে দাপটের সঙ্গে রাজনীতি করেছেন অধীর চৌধুরী। এখন যদিও সে চিত্র বদলেছে। তবে তৃণমূল জমানাতেও কার্যত একরোখা তিনি। বাংলায় তৃণমূল সরকার গঠনের পর প্রথম লোকসভা ভোটে বহরমপুরে সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। এরপর অধীরকে পরাস্ত করতে কান্দির তৎকালীন বিধায়ক অপূর্ব সরকার তথা ডেভিড প্রার্থী হন তাঁর বিরুদ্ধে। তবে কাজের কাজ কিছুই হয়নি। শেষ হাসি হাসেন অধীর চৌধুরী।

২০২৪-এর লোকসভা ভোটেও এই অধীরকেই হারাতে মরিয়া তৃণমূল। প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপির টিকিটে লড়ছেন নির্মল সাহা। আত্মবিশ্বাসী অধীর সাফ জানিয়েছেন, “আমার দু’টো কথা। বহরমপুর লোকসভা আসনে তৃণমূল হেরে গেলে সেই হার মমতা বন্দ্যোপাধ্যয় নিজের পরাজয় বলে মেনে নেবেন কি? হ্যাঁ বা না-তে বলুন। আর দুই, বহরমপুরে যদি তৃণমূল জিতে যায়, তাহলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব।”

বহরমপুর থেকে টানা পাঁচবার সাংসদ হয়েছেন অধীর চৌধুরী। ১৯৯৯ সালের পর থেকে এই কেন্দ্রে টানা সাংসদ রয়েছেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহরমপুরে কংগ্রেস পেয়েছিল ৪৫.৪৩ শতাংশ ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৯.২৩ শতাংশ ভোট। কিন্তু হতে চলেছে এবারের লোকসভা ভোটে? সময়ই উত্তর দেবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x