S Jaishankar: নাম বদলে দিলেই চিনের হয়ে যায় নাকি! ‘যদি আপনার বাড়ির নামটাও…’, খোঁচা জয়শঙ্করের – Bengali News | Foreign minister S Jaishankar says Arunachal Pradesh will never be China’s
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI
চিন: আপনার বাড়ির নামটা যদি আমি বদলে দিই, তাহলে সেটা কি আমার হয়ে যাবে? এই ভাষাতেই প্রতিবেশী চিনকে একহাত নিলেন বিদশমন্ত্রী এস জয়শঙ্কর। অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি কর্পোরেট সামিটে বক্তব্য় রাখতে গিয়ে সেই প্রসঙ্গে চিনকে খোঁচা দেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ ছিল, আছে, থাকবে।
বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, নাম বদলে দিলেও কোনও প্রভাব পড়বে না উত্তর-পূর্বের রাজ্যের ওপর। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে সীমান্তে প্রহরায় রয়েছে ভারতের সেনাবাহিনী।
সম্প্রতি নতুন করে অরুণাচল প্রদেশের নিজেদের বলে দাবি করে চিন। ভারতের এই রাজ্যের নাম ‘জাংগান’ বলে উল্লেখ করে তারা। বলা হয়, ‘জাংগান- চিনের অবিচ্ছেদ্য অংশ।’ চিনের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, ভারত অবৈধভাবে অরুণাচল প্রদেশ প্রতিষ্ঠা করেছে। চিন তাকে কখনই মান্যতা দেয় না।
চিনের এই দাবি নস্যাৎ করে ভারত বলেছে, চিনের এই দাবি অবাস্তব। অরুণাচল যে অবিচ্ছেদ্য অঙ্গ, সেই বার্তাও স্পষ্টভাবে দিয়েছে চিন। আরও উল্লেখ করা হয়েছে যে ভারতের উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হবে না অরুণাচল প্রদেশ।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশ চিরকালই ভারতের আছে, থাকবে। ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকবে। অরুণাচল প্রদেশের মানুষ সব নির্মাণ ও উন্নয়নমূলক কাজের সুবিধা পাবে।