Narendra Modi: আমাদের তৃতীয় কার্যকালে ভারতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে: মোদী - Bengali News | What India Thinks Today Global Summit PM Narendra Modi promises to take India to new Heights in the third term - 24 Ghanta Bangla News

Narendra Modi: আমাদের তৃতীয় কার্যকালে ভারতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে: মোদী – Bengali News | What India Thinks Today Global Summit PM Narendra Modi promises to take India to new Heights in the third term

0

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Network

নয়া দিল্লি: গত এক দশকে ভারতকে উন্নতির নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাপক জনমত নিয়ে দু’বার কেন্দ্রের ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর এবার আরও মোদী সরকারের তৃতীয় টার্মের বিষয়েও ভীষণভাবে আশাবাদী বিজেপি। এবার আরও বেশি জনমত নিয়ে, আরও বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। সোমবার টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের মঞ্চে মোদী বললেন, ‘আমাদের তৃতীয় কার্যকালে, ভারতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে।’

রাজধানী দিল্লির বুকে চলছে তিনদিন ব্যাপী টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে। প্রথম বছরেই ব্যাপক সাফল্যের পর, এবার দ্বিতীয় সংস্করণ আয়োজন করছে টিভি নাইন নেটওয়ার্ক। এবারের কনক্লেভের থিম, ‘ইন্ডিয়া: পয়েজড ফর নেক্সট বিগ লিপ’। অর্থাৎ, ভারত পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত। আজ কনক্লেভের দ্বিতীয় দিনের মঞ্চকে নিজের আলোকজ্জ্বল উপস্থিতির মাধ্যমে বর্ণময় করে তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি শোনান, লোকসভা ভোট পরবর্তী তৃতীয় টার্মের টার্গেটের কথা। প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী পাঁচ বছর আমাদের দেশের প্রগতি ও প্রশস্তির বছর।’

এই খবরটিও পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত এক দশকে সাফল্যের নতুন দিগন্ত স্পর্শ করেছে ভারত। শুধু দেশের অভ্যন্তরীণ উন্নয়নই নয়, সঙ্গে আন্তর্জাতিক আঙিনাতেও ভারত নিজের জায়গা তৈরি করে নিয়েছে। গোটা বিশ্বকে ভারত নিজের ‘সফ্ট পাওয়ারে’ তাক লাগিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বললেন, ‘ভারত নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ভারত ভবিষ্যতদর্শী। তাই আজ সবাই বলছে, ভারতই হল ভবিষ্যৎ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x