Weather Update: প্রেম দিবসে আপনার প্রেমে কাঠি করতে হাজির 'পাল্টিবাজ' আবহাওয়া - Bengali News | Weather Update Winter Valentines Day Saraswati Puja 2024 in Kolkata West Bengal - 24 Ghanta Bangla News

Weather Update: প্রেম দিবসে আপনার প্রেমে কাঠি করতে হাজির ‘পাল্টিবাজ’ আবহাওয়া – Bengali News | Weather Update Winter Valentines Day Saraswati Puja 2024 in Kolkata West Bengal

0

কলকাতা: আবহাওয়ার যা খামখেয়ালিপনা, ঘন ঘন রূপ বদলাচ্ছে। মাঝে কিছুদিন ভ্যাপসা অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে আবার চড়ছে শীতের পারদ। শনিবার আরও খানিকটা নেমেছে তাপমাত্রা। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে এবারেরও শীতের স্পেল খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এ সপ্তাহটা কাটলেই সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফলে সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইনস ডে’তে যদি আপনার প্রিয়জনের সঙ্গে কোনও প্ল্যানিং থাকে, তাহলে গরমও সঙ্গী হতে পারে আপনাদের। পূর্বাভাস বলছে, সরস্বতী পুজোয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

এ তো গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার কথা। আবহাওয়ার আরও রূপ দেখানো বাকি রয়েছে ‘প্রেম দিবসে’। সোমবার থেকে তাপমাত্রার পারদ তো ঊর্ধ্বমুখী হচ্ছেই, সঙ্গে মঙ্গলবার থেকেই একাধিক জেলায় থাকছে বৃষ্টির আশঙ্কা। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে আগামী মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ-বৃহস্পতিতে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে গরমের পাশাপাশি বৃষ্টির কথাও অবশ্যই মাথায় রাখবেন প্ল্যানিং করার সময়, নাহলে সব ভেস্তে যেতে বেশি সময় লাগবে না।

তবে আজ ও আগামিকাল শীতের আমেজ ভালই টের পাওয়া যাবে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে আজও শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে। তবে রবিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়তে শুরু করবে এই জেলাগুলিতে।

এদিকে আবার উত্তরবঙ্গে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। তবে সকালের দিকে উত্তরের জেলাগুলিতে কুয়াশার চাদর দেখা যাবে। বিশেষ করে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed