Sourav Ganguly: বড় বিপদের মুখে সৌরভ গাঙ্গুলি, থানায় অভিযোগ দায়ের - Bengali News | Cricketer Sourav Ganguly's mobile phone missing complaint lodge at thakurpukur police station - 24 Ghanta Bangla News

Sourav Ganguly: বড় বিপদের মুখে সৌরভ গাঙ্গুলি, থানায় অভিযোগ দায়ের – Bengali News | Cricketer Sourav Ganguly’s mobile phone missing complaint lodge at thakurpukur police station

0

সৌরভ গঙ্গোপাধ্যায়। Image Credit source: BCCI File Photo

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর। সেই মোবাইল ফোনটি বেহালার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মোবাইল না পাওয়ার ফলে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই মোবাইল ফোনটি কোনওভাবে হারিয়ে গেল নাকি খোয়া গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও সামলান মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভিভিআইপির ফোন ‘মিসিং’ নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, ব্যাঙ্কেরও একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেখানে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও এই ফোনটি সৌরভ ব্যবহার করে থাকলে, সে দিকও উদ্বেগের।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed