Sandeshkhali: ৬ বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল – Bengali News | Sandeshkhali leader uttam sardar suspended from trinamool congress
সন্দেশখালি: ক্ষোভে ফুঁসছে বসিরহাটের সন্দেশখালি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের তাণ্ডবের বিরুদ্ধে সরব এলাকার বাসিন্দারা। আগুন জ্বলছে সেখানে। জারি হয়েছে ১৪৪ ধারা। শাসকদলের নেতাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন সেখানকার মহিলারা। এই আবহে প্রথম সন্দেশখালি নিয়ে কোনও পদক্ষেপ করল রাজ্যের শাসকদল। সাংঘাতিক সব অভিযোগে বিদ্ধ জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল দল।
সবিস্তারে আসছে…