IND vs ENG: ভালো খবরের মাঝেও খারাপ খবর রোহিত শর্মার টিমে! – Bengali News | IND vs ENG, Virat Kohli set to miss third Test but KL Rahul and Ravindra Jadeja are likely to return
ভালো খবরের মাঝেও খারাপ খবর রোহিত শর্মার টিমে!Image Credit source: BCCI
কলকাতা: বিশাখাপত্তনমে সিরিজ ১-১ হয়েছে। রাজকোটে কি ভারত ২-১ করে ফেলবে সিরিজ? হায়দরাবাদ টেস্ট হারের পর ভারতীয় টিমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। সে সব মিটিয়ে নিজে ফিরে এসেছেন তো বটেই, টিমকেও এনে দিয়েছেন জয়। রাজকোট টেস্টেও ভারত আত্মবিশ্বাস নিয়েই নামবে। কিন্তু একটা প্রশ্ন এখনও থেকে যাচ্ছে, বিরাট কোহলি (Virat Kohli) কি তৃতীয় টেস্টে টিমে ফিরবেন? দ্বিতীয়বার বাবা হতে চলেছে বিরাট। যে কারণে জাতীয় টিম থেকে ছুটি নিয়েছেন, এমনই বলা হচ্ছে। সেই তিনিই রাজকোটে খেলবেন কিনা, সে দিকে নজর রয়েছে ক্রিকেট মহলের। কিন্তু যা শোনা যাচ্ছে, তাতে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও টিমে থাকছেন না বিরাট। পুরো সিরিজেই কি খেলবেন না?
হায়দরাবাদে শুরুতেই সিরিজ ০-১ হয়ে যাওয়ার পর ব্যাপক চাপে পড়ে গিয়েছিল ভারত। বিরাটের খোঁজ শুরু হয়ে গিয়েছিল প্রবল ভাবে। বলা হচ্ছিল, বিরাট থাকলে এমনটা হত না। সেখান থেকে ফিরে এসেছে টিম। রাজকোটে ভারতকে ২-১ এগিয়ে দিতে চাইছেন রোহিত। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, বিরাট কোহলিকে রাজকোট টেস্টে পাওয়া যাবে না, ধরে নিয়েই অঙ্ক সাজাতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। দুটো জায়গা নিয়ে প্রশ্ন থাকছে। এক, শ্রেয়স আইয়ারকে কি এ বার বসানো উচিত? টেস্ট ক্রিকেটে একেবারে রানের মধ্যে নেই শ্রেয়স। তাতে চাপ বাড়ছে টিমের। মিডল অর্ডারে এমন কেউ থাকছে না, যিনি টিমকে প্রয়োজনীয় রান দিতে পারেন। যশস্বী জয়সওয়ালের মতো তরুণ রোজ রান করে দেবেন, এমনটা ভাবা মুশকিল। সেই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে উইকেটকিপার শ্রীকর ভরতকে নিয়েও। উইকেটের পিছনে নির্ভরতা দিচ্ছেন ঠিকই, কিন্তু ব্যাটে রান নেই। তাঁর বদলে ধ্রুব জুলেরকে খেলানোর দাবি উঠে গিয়েছে।