IND vs ENG: বিস্ফোরক বুমরাতে বিস্মিত, পাল্টা আঘাত হানতে আবু ধাবিতে শিবির স্টোকসদের – Bengali News | England coach Brendon McCullum’s Blunt Response When Asked About Strategy To Tackle Jasprit Bumrah
বিস্ফোরক বুমরাতে বিস্মিত, পাল্টা আঘাত হানতে আবু ধাবিতে শিবির স্টোকসদেরImage Credit source: X
কলকাতা: ভারত নাকি জসপ্রীত বুমরা, কীসে সবচেয়ে বেশি ভয় ইংল্যান্ডের? প্রশ্ন এমন হলে উত্তর বোধহয় দ্বিতীয়টাই হবে। ভারতীয় স্পিনারদের সামলাতে এতদিন নানা ছক সাজিয়েছে ইংল্যান্ড। বাজ়বল দিয়ে পাল্টা আঘাত হানতে চেয়েছে। সুইপ, রিভার্স সুইপের বন্যা বইয়ে দিয়েছেন ইংরেজ ক্রিকেটাররা। কিন্তু বুমরা সিলেবাসে ছিলেন না। বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে বিশ্বের এক নম্বর পেসারের মুখেই ধুয়ে-মুছে গিয়েছে ব্রেন্ডন ম্যাকালামের টিম। ৬ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাঁর নামের পাশে ৩ উইকেট। সব মিলিয়ে ৯১ রানে নিয়েছেন ৯ উইকেট। ম্যাচের সেরা বুমরাকে ছাড়া আর কাউকে ভাবা যায়নি। এই বুমরার বিরুদ্ধেই ছক সাজাতে আবু ধাবি ছুটতে হল ইংল্যান্ডকে?
বুমরা যে মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন, তা স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ডের কোচ। এই বুমরাকে সামলাবেন কী করে বেন স্টোকসরা? ম্যাকালাম বলে দিয়েছেন, ‘আমরা কোনও থিওরি খাড়া করার চেষ্টা করি না। টিমের সব ক্রিকেটার খেলার মতো জায়গায় আছে কিনা, সেটা দেখার পর ক্যাপ্টেনকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ব্যাটাররা যথেষ্ট ব্যাটিং করে। ওরা জানে কী ভাবে পরিস্থিতি সামলাতে হয়। আমরা খুব ভালো করে জানি, কোথায় পৌঁছতে হবে। তবে এটাও মেনে নিতে হবে, এই সিরিজে জসপ্রীত অসাধারণ পারফর্ম করেছে। এই সিরিজে যা সেরা। কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। বল যখন সুইং করে, তখন কিন্তু ওকে সামলানো আরও কঠিন। সব ফর্ম্যাটেই ও দারুণ বোলার। অসাধারণ রিলিজ পয়েন্ট। জসপ্রীতকে নিয়ে কোনও দ্বিধা নেই।’
শোনা যাচ্ছে, রাজকোট টেস্টে খেলতে পারেন বুমরা। আর তা যদি হয়, তা হলে বুমরার জন্য ছক সাজিয়ে নামতে হবে ইংল্যান্ড টিমকে। ম্যাকালামের কথায়, ‘গত ১৮ মাস ধরে আমরা ভালো বোলারদের সামলে এসেছি। ভালো বোলারদেরই খেলতে হবে। শেষ দুটো টেস্টে টিম ভালো খেলেছে। ১-১ স্কোরলাইন কিন্তু এটা প্রমাণ করে যে, সিরিজে প্রবল লড়াই চলছে।’