Cnning: এক-দু'জন নন, মিষ্টি কথায় ফাঁসিয়ে ১০০-র বেশি মহিলাকে লুটেছেন! ক্যানিং থানায় জমা পড়ল তাঁর পাসপোর্ট ছবি - Bengali News | Cnning: Accused of cheating hundreds of women in the name of giving loans - 24 Ghanta Bangla News

Cnning: এক-দু’জন নন, মিষ্টি কথায় ফাঁসিয়ে ১০০-র বেশি মহিলাকে লুটেছেন! ক্যানিং থানায় জমা পড়ল তাঁর পাসপোর্ট ছবি – Bengali News | Cnning: Accused of cheating hundreds of women in the name of giving loans

0

ক্যানিংয়ে ভয়ঙ্কর অভিযোগImage Credit source: TV9 Bangla

ক্যানিং:  ক্যানিংয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে শতাধিক মহিলা প্রতারিত।  প্রতারকদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব শতাধিক মহিলা। প্রতারকরা প্রায় ১০ লক্ষের অধিক টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ে। ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই প্রতারিত মহিলারা।
জানা গিয়েছে, দিন পনেরো আগে ক্যানিংয়ের তালদি, মিঠাখালি, বেলেগাছি সহ বিভিন্ন গ্রামে তিনজন অপরিচিত মহিলা হাজির হয়। গ্রামে গ্রামে গৃহবধূ ও মহিলাদের স্বনির্ভর করার জন্য লোন দেওয়ার প্রলোভন দেন বলে অভিযোগ। তিন দফায় তিন প্রতারক মহিলা গ্রামে গিয়ে মহিলাদের থেকে নথিপত্র সংগ্রহও করেন।

প্রতারিতদের বক্তব্য, নথিপত্র নিয়ে যাওয়ার কিছুদিন পরে অভিযুক্তরা জানায়, লোন দেওয়ার আগেই বিমা করতে হবে। বিমার ধরণ সম্পর্কেও মহিলাদের জানানো হয়।পঞ্চাশ হাজার লোনের ক্ষেত্রে বিমা ২৬৫০ টাকা, ৬০ হাজার টাকা লোনের ক্ষেত্রে ২৯৫০ টাকা, ৮০ হাজার টাকা লোনের ক্ষেত্রে ৩২৫০ টাকা। গ্রাম্য মহিলারা সরল বিশ্বাসে তিন প্রতারক মহিলাকে লোন নেওয়ার নিয়ম অনুসারে গ্রামের মহিলারা বিমা বাবদ টাকা জমা দেন।

টাকা জমা দেওয়ার পর লোন না পেয়ে গ্রামের মহিলারা প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। তাঁরা একত্রিত মিলিত ভাবে ক্যানিং থানায় প্রতারকদের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। প্রতারিত মহিলারা জানিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। যাতে  আর কেউ প্রতারিত না হন এবং অভিযুক্তদের ধরে যাতে কঠোর শাস্তি দেয় পুলিশ প্রশাসনের কাছে সেই আবেদন জানানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক প্রতারিত মহিলা বলেন, “আমাদের টাকার অত্যন্ত প্রয়োজন ছিল। কথা বার্তা অত্যন্ত মিষ্টি। আমাদের খুব ভালো ভাবে ভুল বোঝানো হয়েছিল। সেটাকেই বিশ্বাস করেছিলাম। আজ সব খুইয়ে আমরা নিঃস্ব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed