Oil India Limited Recruitment 2024: সরকারি চাকরির দারুণ সুযোগ, এইভাবে করুন আবেদন – Bengali News | Oil India Limited Recruitment 2024: Oil India Limited is Recruiting in Various Posts, Know Details of Application
নয়া দিল্লি: বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েল ইন্ডিয়া লিমিটেড। মোট ৪২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গত ৩০ ডিসেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ৩০ জানুয়ারি, ২০২৪। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ওয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট oil-india.com -এ গিয়ে আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই ওয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট oil-india.com- এ ক্লিক করতে হবে।
এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির উপরে ক্লিক করুন।
এর পরের ধাপে ‘রেজিস্টার নাও’ অপশনে ক্লিক করতে হবে।
এবার মোবাইল নম্বর, ইমেইল অ্য়াড্রেস দিতে হবে।
এর পরের ধাপে আবেদন পত্র পূরণ করুন।
এবার প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং রেজিস্ট্রেশন ফি জমা দিন।
সমস্ত তথ্য যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি আবেদনকারীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর সঙ্গে জিএসটি ও ব্যাঙ্কিং চার্জও যোগ হবে। তবে জনজাতি, উপজাতি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও বিশেষ ভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি-
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।