ED Investigation: দিনের আলো ফোটার আগেই সিজিও থেকে বেরিয়ে পড়ল ED-র ১৫টি টিম, বছরের শুরুতেই কেন এই তৎপরতা? - Bengali News | Large ED's 15 teams out on friday morning, investigation starts in Kolkata and suburabs - 24 Ghanta Bangla News

ED Investigation: দিনের আলো ফোটার আগেই সিজিও থেকে বেরিয়ে পড়ল ED-র ১৫টি টিম, বছরের শুরুতেই কেন এই তৎপরতা? – Bengali News | Large ED’s 15 teams out on friday morning, investigation starts in Kolkata and suburabs

0

সকালে বেরোয় ইডি-র টিমImage Credit source: TV9 Bangla

কলকাতা: ঘড়িতে তখন ভোর ৪টে। সিজিও কমপ্লেক্স থেকে বেরতে শুরু করে একের পর এক গাড়ি। আধিকারিকদের প্রস্তুতিই বলে দিচ্ছে, শুক্রবার দিনভর চলবে তল্লাশি। সকালের আলো ফোটার আগেই একে একে ইডি (ED)-র ১৫টি টিম। কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিং-এর কাছে। সেখানে সবকটি টিম একত্রিত হওয়ার পর রওনা হয় বিভিন্ন দিকে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বছরের শুরুতেই কোন কোন ঠিকানায় যাচ্ছেন তদন্তকারীরা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তেই এই তৎপরতা। উত্তর ২৪ পরগনায় কয়েকটি টিম যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed