কোনঠাসা দুই জঙ্গি, শোপিয়ানে ভোর থেকে চলছে তীব্র গুলি-যুদ্ধ – Bengali News | Jammu and kashmir 2 terrorists trapped during gunfight with security forces in shopian
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায়, শুক্রবার (৫ ডিসেন্বর) ভোর থেকে ফের সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারই শোপিয়ান জেলার কুলগামে, পুরো এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছিল শোপিয়ান পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর এক যৌথ বাহিনী। তবে, সেই যাত্রায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আটকে পড়েও, শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছিল দুই জঙ্গি। শুক্রবার ভোরে, কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় সেই দুই জঙ্গির সঙ্গে গুলি-যুদ্ধ শুরু হয়েছে যৌথ বাহিনীর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, কাশ্মীর জোন পুলিশ লিখেছে, “শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়েছে। শোপিয়ান পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ একসঙ্গে কাজ করছে। পরে এই বিষয়ে আরও বিশদ বিবরণ জানানো হবে।”
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।