YS Sharmila Reddy: কংগ্রেসে যোগদান করেই বড় ঘোষণা জগন্মোহনের বোন শর্মিলা রেড্ডির – Bengali News | YS Sharmila Reddy sister of Andhra Pradesh CM Jagan Reddy join in congress
রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে উপস্থিতিতে কংগ্রেসে যোগদান ওয়াইএস শর্মিলা রেড্ডির।Image Credit source: PTI
নয়া দিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বড় চমক। কংগ্রেসে যোগদান করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) বোন ওয়াইএস শর্মিলা রেড্ডি। শুধু হাত শিবিরে যোগদান নয়, কংগ্রেসের পতাকা হাতে তুলে ওয়াইএসআর তেলঙ্গানা দলের প্রতিষ্ঠাতার (YS Sharmila Reddy) দাবি, তাঁর দলও কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। তিনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান বলেও জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে শর্মিলা রেড্ডির এই ঘোষণা স্বাভাবিকভাবেই দক্ষিণী রাজ্যে কংগ্রেসের আধিপত্য বাড়াতে সাহায্য করবে এবং জগন্মোহন রেড্ডির উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলা রেড্ডি কংগ্রেসে যোগদান করবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার জল্পনাই সত্যি হল। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করেন ওয়াইএস শর্মিলা রেড্ডি। তাঁকে দলীয় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
এদিন কংগ্রেস শিবিরে যোগদান করে ওয়াইএস শর্মিলা রেড্ডি বলেন, “এটি দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দল। কারণ সমস্ত শ্রেণির মানুষকে একত্রিত করে সমস্ত সম্প্রদায়ের জন্য কাজ করে এই দলের। সে দলের সদস্য হতে পেরে খুশি।” এরপরই বাবার স্বপ্ন পূরণের কথা তুলে ধরে রাজশেখর রেড্ডির কন্যা বলেন, “বাবার স্বপ্ন ছিল, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবেন। সেই স্বপ্ন পূরণ করতে কিছু করতে পারলে খুশি হব।” কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁকে যে দায়িত্ব দেবেন, সেটা তিনি গ্রহণ করবেন বলেও জানিয়েছেন ওয়াইএসআর তেলঙ্গানা দলের প্রতিষ্ঠাতা। অন্যদিকে, কংগ্রেসও শর্মিলার হাত ধরে অন্ধ্রে জমি শক্ত করার লক্ষ্যে এগোবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, কংগ্রেসের অন্যতম সদস্য ছিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি। ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাঁধে তার পরিবারের। তারপর রাজশেখর রেড্ডির ছেলে ওয়াইএস জগন্মোহন রেড্ডি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নতুন দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি গঠন করেন। সেই সময়ে দাদার সঙ্গে ছিলেন শর্মিলাও। বলা ভাল, ২০১২ সালে এক দুর্নীতির মামলায় জেল জগন্মোহন রেড্ডি জেলে গেলে দলের হাল ধরেন শর্মিলা। কিন্তু, পরবর্তীতে দাদার সঙ্গে তাঁর মতানৈক্য হয় এবং ২০২১ সালে শর্মিলা নতুন দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টি গঠন করেন। এবার তাঁর সঙ্গে সেই দলও কংগ্রেসে সামিল হবে বলে জানিয়েছেন শর্মিলা রেড্ডি।