Shree Ram-Non Vegetarian Controversy: ‘রামচন্দ্র নিরামিষাশী ছিলেন না’, বিতর্কিত মন্তব্যের পর এনসিপি নেতার বিরুদ্ধে FIR – Bengali News | Shree Ram Non Vegetarian Controversy: NCP Leader Jitendra Awhad Claims Lord Shree Ram was Non Vegetarian, Sparks Controversy, FIR Filed
জীতেন্দ্র আওহাদ বলেন, “শ্রী রাম কী খেতেন, তা নিয়ে কী বিতর্ক? কেউ দাবি করবেন যে মেথি-ভাজি খেতেন। শ্রী রাম ক্ষত্রিয় ছিলেন আর ক্ষত্রিয়রা আমিষ খেতেন। আমি যা বলেছি, তা থেকে এক চুলও নড়ব না। দেশের ৮০ শতাংশ নাগরিক আমিষ খাবার খান। তারা রামেরও ভক্ত।”
তিনি আরও বলেন, “একজন ব্যক্তি ১৪ বছর জঙ্গলে ছিলেন। কোথা থেকে উনি নিরামিষ খাবার খুঁজে পেতেন? আমি কি ঠিক বলছি না ভুল? আমি ঠিক কথাই বলি।”
এদিকে, এনসিপি নেতার এই মন্তব্যের পরই তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপির তরফে তীব্র সমালোচনা করা হয়। এনসিপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর-ও দায়ের হয়। বিজেপি বিধায় রাম কদম এক্স হ্যান্ডেলে লেখেন, “যদি আজ বালাসাহেব ঠাকরে জীবিত থাকতেন, তবে শিবসেনার মুখপত্র সামনায় রাম আমিষভোজী ছিলেন, এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হত। কিন্তু বাস্তবটা হচ্ছে, আজকের উদ্ধব সেনার কিছু যায়-আসে না হিন্দুত্ব নিয়ে। শুধু যখন নির্বাচন আসে, তখন তারা হিন্দুত্ব নিয়ে কথা বলে।”