Jasprit Bumrah: কেপটাউনে ফের ফাইভস্টার, প্রোটিয়াদের একাই ভাঙলেন বুমরা! - Bengali News | Jasprit Bumrah demolishes South Africa with 9th 5 wicket haul in Tests during IND vs SA 2nd Test - 24 Ghanta Bangla News

Jasprit Bumrah: কেপটাউনে ফের ফাইভস্টার, প্রোটিয়াদের একাই ভাঙলেন বুমরা! – Bengali News | Jasprit Bumrah demolishes South Africa with 9th 5 wicket haul in Tests during IND vs SA 2nd Test

0

প্রোটিয়াদের বিরুদ্ধে ফাইভস্টার পারফরম্যান্স বুমরার।Image Credit source: PTI

কেপটাউন: প্রোটিয়া সফর বরাবরই স্পেশাল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাছে। কেপটাউন হয়তো আরও একটু বেশি বিশেষ। যদি ফিরে যাওয়া হয় ২০১৮ সালের জানুয়ারিতে, দেখা যাবে কেপটাউনেই টেস্ট ডেবিউ হয়েছিল জসপ্রীত বুমরার। অভিষেক টেস্টে বুমরার প্রথম শিকার ছিলেন প্রোটিয়া তারকা এবি ডে ভিলিয়ার্স। সেই উইকেট আজও মনে রেখেছেন বুমরা এবং তাঁর অনুরাগীরা। সে বার দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম ইনিংসে ১টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন বুমরা। তারপর বেশ কয়েকবার প্রোটিয়া সফরে গিয়েছেন বুমরা। তাতে অতীতে ২ বার ৫ উইকেট নিয়েছিলেন। এ বারওতার অন্যথা হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের আগুনে বোলিং দেখা গিয়েছিল। তিনি নিয়েছিলেন ৬ উইকেট। এ বার প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে অনবদ্য পারফর্ম করলেন জসপ্রীত বুমরা। নিলেন ফাইফারও। এই নিয়ে ৩ বার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নিলেন ভারতীয় (India) তারকা জসপ্রীত বুমরা।

কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে বুমরা ৮ ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেট। আজ, বৃহস্পতিবার কেপটাউন টেস্টে প্রথম সেশনে ৪টি উইকেট তুলে নিতেই বুমরার ফাইফার পূর্ণ হয়। কারণ এই টেস্টের প্রথম দিন তিনি ত্রিস্টান স্টাবসের উইকেট তুলে নিয়েছিলেন। আজ এক এক করে তিনি তুলে নেন ডেভিড বেডিংহ্যাম (১১), কাইল ভারানে (৯), মার্কো জ্যানসেন (১১) ও কেশব মহারাজের (৩) উইকেট।

প্রোটিয়াদের মাটিতে এই নিয়ে তৃতীয় বার ৫ উইকেট নিয়ে জসপ্রীত বুমরা ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভাগাল শ্রীনাথের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। ভারতীয় বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীনাথেরও ৩ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। কেরিয়ারের ৩২তম টেস্ট ম্যাচ খেলছেন বুমরা। তাঁর ঝুলি ভরেছে টেস্টে ১৩৯টি উইকেটে। এই নিয়ে ন’বার টেস্টে ফাইফার নিলেন জসপ্রীত বুমরা। প্রথম সেশনেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। কেপটাউন টেস্টের প্রথম দিনের শেষে এইডেন মার্কব়্যাম ছিলেন ৩৬ রানে। আজ, বৃহস্পতিবার তিনি শতরান পূর্ণ করেন। বুমরা-সিরাজ-প্রসিধের দাপটে শেষ অবধি ১৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়ে খিদে মেটেনি বুমরার। প্রোটিয়াদের শেষ উইকেটটিও (লুনগি এনগিডি – ৮ রান) তোলেন তিনি। ১৩.৫ ওভার বল করে ৬১ রান দিয়ে মোট ৬ টি উইকেট নিয়েছেন বুমরা। কেপটাউন টেস্ট জিততে হলে রোহিতের ভারতকে তুলতে হবে ৭৮ রান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed