Islamic State: গায়ে বোমা বেঁধে ভিড়ে মিশেছিল দুই জঙ্গি! ইরানে জোড়া বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট – Bengali News | Islamic State Takes Responsibility for Deadly Bombings in Kerman, Iran near Qasem Suleimani’s grave
জোড়া বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট
Image Credit source: Facebook
তেহরান: ইরানের কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট বা আইএস। মধ্য প্রাচ্যের এই জঙ্গি সংগঠনের দুই সদস্য আত্মঘাতী হামলা চালিয়েছে। যাতে প্রাণ গিয়ছে প্রায় শতাধিক জনের। আহত সংখ্যা আরও বেশি। ২০২০ সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারাল কাসেম সুলেমানির সমাধির কাছে এই বিস্ফেরণ ঘটিয়েছে ইসলামিক স্টেট। বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে হামলার দায় স্বীকার করেছে তারা। এই হামলাকে “dual martyrdom operation” হিসাবে উল্লেখ করেছে আইএস।
কাসেম সুলেইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন কেরমানে তাঁর সমাধি কাছে। সেই ভিড়েই গায়ে বিস্ফোরক বেঁধে মিশে গিয়েছিল দুই আইএস জঙ্গি। আইএস-এর বিবৃতি অনুযায়ী সেই দুই জঙ্গির নাম ওমর আল-মওয়াহিদ এবং সায়েফুল্লা আল-মুজাহিদ।
এই খবরটিও পড়ুন
ইরানে এই জোড়া বিস্ফোরণের পর বার বার উঠে আসছিল ইজরায়েলের নাম। কারণ গাজার যুদ্ধ। সেই যুদ্ধে হামাসের পাশে থেকেছে ইরান। ইরানের নেতারা ইজরায়েল এবং আমেরিকাকে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন। যদিও আমেরিকার গোয়েন্দা বিভাগ এই হামলার পিছনে আইএস-এর হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল। ইসলামিক স্টেটের সেই ঘোষণা সেই আশঙ্কাকে সত্যি করল।