IPL 2024: ধোনি-পীযুষ-সহ যে ৬ ক্রিকেটার আইপিএলের পর অবসর নিতে পারেন – Bengali News | 6 cricketers who likely to retire after IPL 2024
মহেন্দ্র সিং ধোনি, পীযুষ চাওলা ছাড়া আরও এক ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যিনি ২০২৪ সালের আইপিএলের পর অবসর নিতে পারেন। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। আপাতত তিনি আইপিএলে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। ৩৮এর গব্বর তাই এ বারের আইপিএলের পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন।