India vs South Africa: বিরাট-রোহিতরা দিলেন জার্সি, এলগারকে আরও বড় উপহার বুমরার - Bengali News | Virat Kohli, Rohit Sharma gifts jersey signed by the Indian team to retiring Dean Elgar after the 2nd IND vs SA Test - 24 Ghanta Bangla News

India vs South Africa: বিরাট-রোহিতরা দিলেন জার্সি, এলগারকে আরও বড় উপহার বুমরার – Bengali News | Virat Kohli, Rohit Sharma gifts jersey signed by the Indian team to retiring Dean Elgar after the 2nd IND vs SA Test

0

কলকাতা: বিশ্বকাপ জিতে শেষ করা হল না ডিন এলগারের। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গে এলগার জানিয়েছিলেন, কোনওদিন বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। তাঁর কাছে এই সিরিজই বিশ্বকাপ। বিদায়ী সিরিজের প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন ডিন এলগার। নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমার চোটে কেপটাউন টেস্টের আগে এলগারের কাঁধেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় এই দায়িত্ব পালন করেছেন। কেরিয়ারের শেষ টেস্টেও অধিনায়ক। তবে কেপটাউন টেস্ট কিংবা সিরিজ পুরোপুরি জিতে বিদায় জানানো হল না। টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ততম ম্যাচে ভারত জিতল ৭ উইকেটে। এলগারের জন্য ছিল নানা চমক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেপটাউনে কেরিয়ারের শেষ ইনিংসে এলগারকে আউট করেছিলেন মুকেশ কুমার। স্লিপে ক্যাচ নিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম দিনের শেষ দিকেই ব্যাট হাতে বাইশগজ ছেড়েছিলেন। এলগার আউট হওয়ার পর মুকেশ এবং সতীর্থদের সেলিব্রেশনে মানা করেন বিরাট কোহলি। বরং, অনবদ্য একটা কেরিয়ারের জন্য কুর্নিশ জানান। বুমরা, মুকেশরা এলগারকে শুভেচ্ছা জানান। বিরাটও আলিঙ্গন করেন। দ্বিতীয় দিন আরও একটা অনন্য মুহূর্ত দেখা গেল। নিজের জার্সিতে সতীর্থদের সই নিলেন বিরাট কোহলি। উপহার হিসেবে দিলেন ডিন এলগারকে।

এই খবরটিও পড়ুন

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণে টিমের তরফেও একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১১ সালের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। সিরিজে সবচেয়ে বেশি রান এলগারের। ২০১ রান করেছেন তিনি। বল হাতে দাপট সিরাজ-বুমরাদের। দু-ম্যাচে একডজন উইকেট বুমরার দখলে। সিরিজ সেরা বাছতে হিমসিম অবস্থা। এলগার-বুমরাকে যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার দেওয়া হয়। ট্রফি নিয়ে একসঙ্গে পোজ দিলেও বুমরা সেটি এলগারকেই রাখতে বলেন। কেরিয়ারের শেষ ম্যাচ ও সিরিজের স্মৃতি হিসেবে এই ট্রফি রাখার অনুরোধ জসপ্রীত বুমরার।

ফ্রিডম সিরিজে যুগ্মবিজয়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা একসঙ্গে ফটোসেশন করেন। সেঞ্চুরিয়ন ও কেপটাউনে দুটি ম্যাচের পর সকলেরই আক্ষেপ, সিরিজটা তিন ম্যাচের হলে ভালো হত। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারও স্বীকার করে নিলেন, তিন ম্যাচের সিরিজ হলে আরও জমে যেত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed