IND vs SA: বাড়ি ফিরতেই দেখি... কেপটাউনের প্রথম দিন নিয়ে হতবাক করা মন্তব্য সচিনের! - Bengali News | Sachin Tendulkar expresses pure disbelief after India's Cape Town chaos on Day 1, he wrote on X - 24 Ghanta Bangla News

IND vs SA: বাড়ি ফিরতেই দেখি… কেপটাউনের প্রথম দিন নিয়ে হতবাক করা মন্তব্য সচিনের! – Bengali News | Sachin Tendulkar expresses pure disbelief after India’s Cape Town chaos on Day 1, he wrote on X

0

বাড়ি ফিরতেই দেখি… কেপটাউনের প্রথম দিন নিয়ে হতবাক করা মন্তব্য সচিনের!

কলকাতা: বুধবার রাত থেকে এক্সে সতর্কতা জারি করেছেন অনেক ক্রিকেট ভক্ত! যার তর্জমা অনেকটা এমন হতে পারে, দয়া করে সিট ছেড়ে নড়বেন না। যে কোনও সময় যা কিছু ঘটে যেতে পারে। আপনি হয়তো মিস করবেন অনেক কিছুই!’ বছরের শুরুতেই কেপটাউন টেস্টে ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুরন্ত বোলিং করেছেন মহম্মদ সিরাজ। একাই নিয়েছেন ৬ উইকেট। হায়দরাবাদী বোলারের অসাধারণ বোলিং নিয়ে উৎসবের রেশ বেশক্ষণ থাকল না। ভারত শেষ হয়ে যায় ১৫৩ রানে। আশ্চর্যের ঘটনা হল স্কোরবোর্ডে এক সময় ১৫৩-৪ ছিল। সেখান থেকে শেষ ৬ উইকেট পড়েছে ০ রানে। ক্রিকেটে এমন ঘটনা এর আগে দেখা যায়নি। যা দেখে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তি পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন। এক্সে কী লিখলেন তিনি?

ভারতের লজ্জার বিশ্বরেকর্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে একদিনে ২৩ উইকেট পড়ার ঘটনা। প্রথম দিনের শেষ দক্ষিণ আফ্রিকা আবার ৬২-৩। ক্রিকেটে এমন ঘটনা একবারই ঘটেছে। ১৯০২ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে প্রথম দিনে ২৫ উইকেট পড়েছিল। ১২২ বছর পর সেই রেকর্ড ভাঙতে না পারলেও কাছাকাছি চলে গিয়েছে কেপটাউন টেস্ট। ক্রিকেট এক বলের খেলা। চরম অনিশ্চয়তার খেলায় এমন অদ্ভুত ঘটনা ঘটতে যে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। প্রথম দিনের ধারা মানলে কেপটাউন টেস্ট দ্বিতীয় দিনেই শেষ হয়ে যাওয়া উচিত।

এই টেস্টের পুরোটা দেখতে পাননি সচিন। একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে মুম্বই ফেরার বিমান ধরেছিলেন। মুম্বইয়ে পা রেখেই দেখেন কেপটাউন টেস্টের প্রথম দিন পড়েছে ২৩ উইকেট। মাস্টারব্লাস্টার যা নিয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘২৪ সালের ক্রিকেটটা শুরু হল একদিনে ২৩টা উইকেট পড়ার মধ্যে দিয়ে। অবিশ্বাস্য। দক্ষিণ আফ্রিকা যখন অলআউট হয়, তখন বিমান ধরেছিলাম। বাড়িতে পৌঁছে দেখি দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়েছে। আমি কী কিছু মিস করেছি?’

সচিনের মতোই বিস্মিত আরও অনেকে। টি-টোয়েন্টির প্রভাবে ক্রিকেট অনেকটাই পাল্টেছে। ওয়ান ডে ক্রিকেট প্রায় শেষ হওয়ার মুখে, এমনও বলতে শুরু করেছেন অনেকে। টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ঠিক সেই সময় কেপটাউনের ঘটনা বিস্ময়ের পাশাপাশি উদ্বেগও বাড়িয়ে দিচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed