অবশেষে ভারতে এল Vivo X100 সিরিজ়, দাম কত জানেন? - Bengali News | Vivo X100 and Vivo X100 Pro launched in india with amazing features, check price - 24 Ghanta Bangla News

অবশেষে ভারতে এল Vivo X100 সিরিজ়, দাম কত জানেন? – Bengali News | Vivo X100 and Vivo X100 Pro launched in india with amazing features, check price

0

বহু অপেক্ষার পর Vivo আজ অর্থাৎ 4 জানুয়ারি ভারতে Vivo X100 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে, কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করেছে যার মধ্যে রয়েছে Vivo X100 এবং Vivo X100 Pro। এই সিরিজের টপ মডেলটি আপনার নজর কাড়তে বাধ্য। এতে কোম্পানি তিনটি 50MP ক্যামেরা দিয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে দুর্দান্ত ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোনে মিডিয়াটেক প্রসেসর এবং ভিভো V3 চিপ দেওয়া হয়েছে।

দাম কত রাখা হয়েছে?

এবার আসা যাক বছরের প্রথমে আসা বহু প্রতিক্ষিত এই সিরিজের দামে। কোম্পানি 12/256GB এবং 16/512GB 2 স্টোরেজ ভ্যারিয়েন্টে Vivo X100 লঞ্চ করেছে। ফোনগুলির দাম যথাক্রমে 63,999 টাকা এবং 69,999 টাকা। Vivo X100 Pro কোম্পানি একটি সিঙ্গেল স্টোরেজে লঞ্চ করেছে এবং এর দাম 89,999 টাকা। এতে আপনি 16/512GB স্টোরেজ পাবেন।

এই খবরটিও পড়ুন

Vivo X100 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন:

দু’টি ফোনেই MediaTek Dimensity 9300 চিপসেটে রয়েছে। নতুন প্রসেসরটি TSMC তৃতীয় প্রজন্মের 4nm-এর উপর ভিত্তি করে। উভয় ফোনেই 6.78-ইঞ্চি 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 3000 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেশ রয়েছে।

ফোনের ক্যামেরা কেমন?

বেস মডেলে আপনি 50+64+15MP এর একটি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, আর প্রো মডেলে আপনি তিনটি 50MP ক্যামেরা পাবেন। সামনের দিকে, দু’টি ফোনেই একটি 32MP ক্যামেরা রয়েছে। ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে, বেস মডেলটিতে একটি 5000 mAh ব্যাটারি রয়েছে (100 W দ্রুত চার্জিং সাপোর্ট করে), যেখানে শীর্ষ মডেলটিতে 5400 mAh ব্যাটারি রয়েছে (120 W দ্রুত চার্জিং সাপোর্ট করে)।

কবে থেকে বিক্রি শুরু হবে?

এই সদ্য বাজারে আসা ফোনটি 11 জানুয়ারি দুপুর 12টা থেকে Vivo-এর এই স্মার্টফোনগুলির বিক্রি শুরু হবে। আপনি আজ অর্থাৎ 4 জানুয়ারি থেকে এটি প্রি-বুক করতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x