Rupashree Prakalpa: রূপশ্রী প্রকল্পে লোক নিচ্ছে, ১৫ হাজার টাকা বেতন… কী করতে হবে রইল বিস্তারিত – Bengali News | Recruitment for accountant post in rupashree prakalpa under district project management unit paschim medinipur
রূপশ্রী প্রকল্পে নিয়োগ। Image Credit source: TV9 Bangla
Rupashree Prakalpa Jobs: রূপশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অত্যন্ত পরিচিত প্রকল্পের নাম। দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য এই প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। এর আবেদনের জন্য কিছু নিয়ম আছে। সেই প্রকল্পেই অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ৪০ বছর অবধি এই পদের জন্য আবেদনের সময় পাবেন। যাঁরা ইচ্ছুক শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নিয়ে আবেদন করতে পারেন। নিচে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করা হল।
রূপশ্রী প্রকল্পে নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস। অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ১টি পদেই নিয়োগ হবে। চুক্তিভিত্তিক এই চাকরি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট (রূপশ্রী প্রকল্প)
এই খবরটিও পড়ুন
ক্যাটাগরি: তফশিলি জাতি (সিডিউল কাস্ট)
সময়সীমা: ১ বছরের চুক্তি
বয়সসীমা: ৪০ বছরের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবেন না। মাধ্যমিক কিংবা সমতুল প্রমাণপত্রের বয়সকেই মান্যতা দেওয়া হবে।
শূন্যপদ: ১
প্রমাণপত্র: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড দেখা হবে প্রমাণ হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা: কমার্স গ্র্যাজুয়েট (অনার্স)। কম্পিউটারে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ (MS Word, MS Excel, MS Power Point) জানা দরকার। জানতে হবে স্প্রেড শিড, ট্যালি ও প্রেজেন্টেশন প্যাকেজের কাজও।
অভিজ্ঞতা: কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় অন্ততপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কীসের ভিত্তিতে প্রার্থী নির্বাচন?
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ব্যক্তিত্বের পরীক্ষা হবে। এরজন্য থাকবে যথাক্রমে ১০০ নম্বর, ৪০ নম্বর ও ১০ নম্বর। মোট ১৫০ নম্বরের পরীক্ষা।
কীভাবে আবেদন করবেন?
অফলাইনে আবেদন নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে (DPMU)
সোশ্য়াল ওয়েলফেয়ার সেকশনের আওতাধীন রূপশ্রী প্রকল্প সেলে ‘ড্রপবক্স’ রাখা আছে। সেখানেই জমা দিতে হবে আবেদন পত্র। শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে জমা দিতে পারবেন আবেদনপত্র।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন: ১১ জানুয়ারি ২০২৪ বিকাল সাড়ে ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ২১ ডিসেম্বর থেকে এই আবেদন নেওয়া শুরু হয়েছে। paschimmedinipur.gov.in লিঙ্কে ক্লিক করে নোটিসে গিয়ে রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। সেখানেই আরও বিস্তারিত জানানো আছে। এখান থেকেই ডাউনলোড করা যাবে আবেদনপত্র।