Puri Jagannath Temple: জগন্নাথ মন্দিরে চালু হল কোন নিয়ম, জানেন? - Bengali News | New rules in puri temple - 24 Ghanta Bangla News

Puri Jagannath Temple: জগন্নাথ মন্দিরে চালু হল কোন নিয়ম, জানেন? – Bengali News | New rules in puri temple

0

পুরীর মন্দিরে ঢুকতে হলে মানতে হবে নতুন নিয়ম, নতুন বছরের প্রথম দিন থেকেই জারি নির্দেশিকা। নিষেধাজ্ঞা আগেই জারি হয়েছিল। এবার সেই নির্দেশিকা মেনে সোমবার, নতুন বছরের প্রথম দিন থেকেই পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে জারি হল পোশাক বিধি (Dress code)। বলা যায়, পুরীর মন্দিরে ভক্তদের জন্য পোশাক বিধি কার্যকর করা শুরু হল আজ থেকে। এই নির্দেশিকা খণ্ডন করলে আর্থিক জরিমানা করা হবে বলেও পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের (SJTA) তরফে জানানো হয়েছে। SJTA-র তরফে জানানো হয়েছে কী কী নিয়ম মানতে হবে।

 

SJTA-র পোশাক-বিধি কার্যকর হওয়ার প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন ভক্তদের বিশেষ পোশাকে দেখা গেল। এদিন জগন্নাথ মন্দিরে আগত অধিকাংশ পুণ্যার্থীকে একেবারে ভারতীয় পোশাকে দেখা যায়। যেমন, পুরুষেরা ধুতি পরে ও তোয়ালে গায়ে দিয়ে এবং মহিলারা শাড়ি অথবা সালোয়ার কামিজ পরে এদিন বিগ্রহের দর্শনের লাইনে দাঁড়ান।জগন্নাথ মন্দির চত্বরের পবিত্রতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

 

নিয়মের পাশাপাশি বেশ কিছু সুবিধাও দেওয়া হচ্ছে মন্দিরে। মন্দির চত্বরে বয়স্ক, বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য বসার বন্দোবস্তও করা হয়েছে। অন্যদিকে, পূর্ব ঘোষণা মোতাবেক এদিন থেকেই এসি করিডরের মাধ্যমে ভক্তদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করানো শুরু হল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed