Mohammed Siraj: কেপটাউন টেস্টে আগুনে বোলিং সিরাজের, একাই সাবাড় করলেন ৬ উইকেট – Bengali News | Mohammed siraj takes five wicket haul against south africa at newlands cape town joins an elite list

কেপটাউন: নতুন বছরে কোন প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন মহম্মদ সিরাজ? তা হয়তো পরে জানা যাবে, কিন্তু তিনি যে বিধ্বংসী মেজাজে রয়েছেন, তা সকলেই দেখলেন কেপটাউন টেস্টে। এক দুই নয়, একাই ৬ উইকেট সাবাড় করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান ও ১ ইনিংসে হেরেছিল ভারত। এ বার নতুন বছরে কেপটাউনে প্রোটিয়া বধের লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারত। এখনও অবধি দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডের যা অবস্থা, তাতে অবশ্য শুরুতে বোলিং করে লাভবান হচ্ছে ভারত।
বিস্তারিত আসছে…