Loksabha Election 2024: মোদী ছাড়াও এবছর বিশ্বের তাবড় নেতাদের ভাগ্য পরীক্ষা - Bengali News | Future in loksabha election - 24 Ghanta Bangla News

Loksabha Election 2024: মোদী ছাড়াও এবছর বিশ্বের তাবড় নেতাদের ভাগ্য পরীক্ষা – Bengali News | Future in loksabha election

0

২০২৪ সালের ক্যালেন্ডার অনেক বড় বড় নেতার নতুন দিনলিপি লিখবে। শুধু মোদী নন, বিশ্বের অনেক বড় রাষ্ট্র নেতার ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে নতুন ক্যালেন্ডারে। একবার দেখে নি নির্বাচনের ক্যালেন্ডার। কোন মাস হতে চলেছে কার পৌষ মাস না সর্বনাশ।

 

ভারতের প্রতিবেশী বাংলাদেশের নির্বাচন জানুয়ারির ৭ তারিখ ।বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। আওয়ামী লিগের নেতৃত্বে ১৪ দলের জোটকে নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী হতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধী দল, বিএনপির শীর্ষ নেতৃত্বের অধইকাংশই হয় কারাগারে আছেন বা নির্বাসনে। তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয় কিনা, সেই দিকে নজর থাকবে সকলের।

ফেব্রুয়ারির শুরুতে লোকসভা নির্বাচন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে। পরের মাসেই রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী দলগুলি হল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান পিপলস পার্টি৷ চার বছরের নির্বাসন কাটিয়ে, অক্টোবরেই পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আপাতত দুর্নীতির দায়ে কারাগারে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা হাফিজ সইদের দল এবং তাঁর ছেলেও।

২০২২-এর ফেব্রুয়ারির থেকে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এরই মধ্যে এই বছর রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফের একবার প্রেসিডেন্ট হতে চাইছেন। তাঁকে চ্যালেঞ্জ করার মতো কেউ প্রায় নেই বললেই চলে। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে ১৭ মার্চ।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed