Jasprit Bumrah Watch Video: বোলিং অ্যাকশনই নয়, অশ্বিনের অভিব্যক্তিও নকল করলেন বুমরা! - Bengali News | Jasprit Bumrah imitates Ravichandran Ashwin's action to perfection at nets before IND vs SA Cape Town Test, Watch - 24 Ghanta Bangla News

Jasprit Bumrah Watch Video: বোলিং অ্যাকশনই নয়, অশ্বিনের অভিব্যক্তিও নকল করলেন বুমরা! – Bengali News | Jasprit Bumrah imitates Ravichandran Ashwin’s action to perfection at nets before IND vs SA Cape Town Test, Watch

0

কলকাতা: প্র্যাক্টিসে শুধুই গম্ভীর মেজাজে থাকতে হবে! একেবারেই নয়। অনেক ক্ষেত্রে অনুশীলনে নানা মজার ছবিও দেখা যায়। কখনও প্রাক্তনদের কিংবা সতীর্থদের বোলিং অ্যাকশন নকল করতে দেখা যায়, কখনও ব্যাটিং। বিরাট কোহলিকে বিভিন্ন সময়েই অনেকের ব্যাটিং স্টান্স কপি করতে দেখা গিয়েছে। তেমনই বুমরার মতো বোলিং অ্যাকশনও করে দেখিয়েছেন বিরাট। তাই বলে অভিব্যক্তিও! কেপটাউন টেস্টের আগে অনুশীলনে অশ্বিনের বোলিং অ্যাকশনই শুধু নয়, অভিব্যক্তিও নকল করলেন। কতটা নিখুঁত করেছেন বুমরা! ভিডিয়ো সহ বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফিট হয়ে ফিরছেন জাডেজা। সম্ভবত একাদশ থেকে বাদ পড়তে হবে রবিচন্দ্রন অশ্বিনকে। আবার অন্য সম্ভাবনাও দেখা যাচ্ছে। শার্দূলকে বসিয়েও জাডেজা-অশ্বিনকে একসঙ্গে একাদশে রাখা হতে পারে। প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই ছাপ ফেলতে পারেননি শার্দূল ঠাকুর। তিন পেসার থাকছেন। তার পাশাপাশি দুই স্পিনার থাকলে সমস্যা নেই। কেপটাউনের পিচ পরের দিকে ব্যাটিং সহায়ক হবে। ফলে বাড়তি পেসার না হলেও সমস্যা নেই। সবটাই আপাতত সম্ভাবনা। প্রস্তুতিতে নিজেকে বরাবরের মতোই তৈরি রাখলেন অশ্বিন।

এই খবরটিও পড়ুন

নিউ ইয়ার টেস্টের প্রস্তুতিতে মজার সেশনও দেখা গেল। অশ্বিনের সামনেই তাঁর বোলিং অ্যাকশন করে দেখালেন জসপ্রীত বুমরা। অশ্বিনের বোলিংয়ে নাচের স্টেপও যেন পাওয়া যায়। যে কারও পক্ষে তাঁর অ্যাকশন নকল করা সোজা নয়। যদিও বুমরাকে দেখে পরিষ্কার বোঝা গেল, কতটা দক্ষ হয়ে উঠেছেন। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের সম্প্রচারকারী চ্যানেল এই ভিডিয়ো পোস্ট করেছে।

বোলিংয়ের পর অশ্বিনকে দেখা যায়, বিশেষ ভাবে দাঁড়াতে। কখনও এলবির আবেদনের জন্য ঘুরে তাকান আম্পায়ারের দিকে। আবার কখনও ব্যাট মিস হওয়ার আক্ষেপে আলাদা অভিব্যক্তি। জসপ্রীত বুমরাকে দশে অন্তত নয় দেওয়াই যায়!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *