IND vs SA, 2nd Test: কেপটাউন টেস্টে একাদশে ফিরলেন জাডেজা-মুকেশ, বাদ অশ্বিন-শার্দূল - Bengali News | South Africa captain Dean Elgar won toss and elected to bat first in 2nd Test vs India - 24 Ghanta Bangla News

IND vs SA, 2nd Test: কেপটাউন টেস্টে একাদশে ফিরলেন জাডেজা-মুকেশ, বাদ অশ্বিন-শার্দূল – Bengali News | South Africa captain Dean Elgar won toss and elected to bat first in 2nd Test vs India

0

IND vs SA, 2nd Test: কেপটাউন টেস্টে একাদশে ফিরলেন জাডেজা-মুকেশ, বাদ অশ্বিন-শার্দূল

কেপটাউন: সেঞ্চুরিয়নকে পিছনে ফেলে এ বার টিম ইন্ডিয়ার (Team India) এগিয়ে যাওয়ার পালা। নতুন বছরে ভারতের প্রথম মিশন কেপটাউন টেস্ট। প্রোটিয়াদের গড়ে এর আগে ২০২৩ সালের শেষে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে ভারত। এ বার কেপটাউন টেস্ট জিতে সিরিজ ড্র করাই লক্ষ্য রোহিত অ্যান্ড কোং-এর। ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে এমনিতেই ব্যাকফুটে ভারত। এ বার কেপটাউন টেস্ট জেতার জন্য একাদশে জোড়া বদল করল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও শার্দূল ঠাকুর। আর তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং মুকেশ কুমার (Mukesh Kumar)।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমার।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed