Govt Guidelines: ICU-তে ভর্তি কখন? গাইডলাইন দিল কেন্দ্র - Bengali News | Who can be admitted to Hospital ICU, New guidelines by Government - 24 Ghanta Bangla News

Govt Guidelines: ICU-তে ভর্তি কখন? গাইডলাইন দিল কেন্দ্র – Bengali News | Who can be admitted to Hospital ICU, New guidelines by Government

0

নয়া দিল্লি: অসুস্থতা গুরুতর হলে সাধারণ বেড থেকে সরিয়ে আইসিইউ-তে ভর্তি করা হয়। রোগীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করতে হবে কি না, সেই পরামর্শ দেন চিকিৎসক। সাধারণ বেডে-র থেকে আইসিইউ-তে আরও অনেক বেশি চিকিৎসা ব্যবস্থা থাকে। প্রযুক্তির ব্যবহারও বেশি হয়। সে ক্ষেত্রে রোগীকে আলাদা গুরুত্ব দিয়ে দেখতে পারেন চিকিৎসকেরা। অপেক্ষাকৃত বেশি টাকা খরচ করে আইসিইউ-তে চিকিৎসা করাতে হয় যে কোনও রোগীর। অনেক সময় অভিযোগ ওঠে, প্রয়োজন ছাড়াই রোগীকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। এবার সেই আইসিইউ নিয়ে কিছু গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার। আর যে কোনও রোগীকে আচমকা আইসিইউ-তে স্থানান্তরিত করা যাবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আইসিইউ-তে ভর্তি সংক্রান্ত এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ২৪ জন বিশেষজ্ঞ মিলে এই গাইডলাইন তৈরির সুপারিশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, যদি কোনও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর রোগের চিকিৎসা সম্ভব না হয় বা চিকিৎসার সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে সেই রোগীকে আইসিইউ-তে ভর্তি রাখা অনর্থক।

কোনও রোগীর পরিবার যদি আইসিইউ-তে চিকিৎসা করাতে না চান, তাহলে সেই ব্যক্তিকে আইসিইউ-তে ভর্তি করা উচিত নয় বলেই উল্লেখ করা হয়েছে। এছাড়া মহামারী বা দুর্যোগের ক্ষেত্রে, যখন পরিষেবার সীমাবদ্ধতা থাকে, তখন কোন রোগীকে আইসিইউ-তে রাখা হবে তা অগ্রাধিকার বিচার করে সিদ্ধান্ত নিতে হবে।

এই খবরটিও পড়ুন

কার আইসিইউ-তে চিকিৎসা প্রয়োজন, তার একটা নির্দিষ্ট নিয়ম রাখার কথা বলা হয়েছে। যে রোগীরা হৃদরোগজনিত বা শ্বাসযন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন, তাঁদের আইসিইউ-তে ভর্তি করা যেতে পারে। রক্তচাপ, হার্ট রেট, অক্সিজেনের মাত্রা সবটা পরীক্ষা করে তবেই আইসিইউ ভর্তি করার কথা বলা হয়েছে গাইডলাইনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed