Gold Price Today: বছরের শুরুতেই বড় ধাক্কা সোনার দরে, ১০ গ্রাম সোনার গহনা কিনতে খরচ পড়বে... - Bengali News | Gold Price Hiked by 2 Thousand rs, Silver Price up by 300 rs on 3rd January, 2024, Check out Gold Silver Price Today - 24 Ghanta Bangla News

Gold Price Today: বছরের শুরুতেই বড় ধাক্কা সোনার দরে, ১০ গ্রাম সোনার গহনা কিনতে খরচ পড়বে… – Bengali News | Gold Price Hiked by 2 Thousand rs, Silver Price up by 300 rs on 3rd January, 2024, Check out Gold Silver Price Today

0

কলকাতা: বছরের শুরুতেই বড় ধাক্কা। গহনা কিনতে গেলেই পকেটে পড়বে চাপ, কারণ একধাক্কায় বেশ কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price)। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও (Silver Price)। গতকালের তুলনায় আজ ২২০০ টাকা দাম বেড়েছে সোনার। মাসের শুরুতে আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৭৫০ টাকা। গতকাল, ২ জানুয়ারি ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৫৮ হাজার ৫৫০টাকা। গতকালের তুলনায় আজ ২০০ টাকা দাম বেড়েছে সোনার।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার টাকা বেড়েছে।

২৪ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনার দামও বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৪ হাজার ৯০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ছিল ৬৩ হাজার ৮৭০ টাকা। একধাক্কায় ২২০ টাকা দাম বেড়েছে সোনার।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ২২০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৮ হাজার ৬৮ টাকা। গতকালের তুলনায় ১৬৮ টাকা দাম বেড়েছে।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ৬৮০ টাকা। গতকালের তুলনায় আজ ১৬৮০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

সোনার মতোই দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৮ হাজার ৯০০ টাকা, যা গতকালের তুলনায় ৩০০ টাকা বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed