Dengue: ডেঙ্গি আক্রান্ত কংগ্রেস নেত্রীর মৃত্যু, ৬ মাসের শিশুর রিপোর্টও পজিটিভ – Bengali News | Dengue: Dengue positive congress leader death in Bagda
ডেঙ্গি আক্রান্ত কংগ্রেস নেত্রীর মৃত্যুImage Credit source: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি আক্রান্ত কংগ্রেস নেত্রীর মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত তাঁর পরিবারের ৬ মাসের শিশুও। আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীনাক্ষী তরফদার (৫৬) ৷ তাঁর বাড়ি বাগদা থানার রামনগর এলাকায় ৷ তিনি বাগদা এলাকায় দু’বার কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ৷ প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন৷
শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বাগদা গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাঁকে মেডিসিনের ডাক্তার দেখাতে বলে ছুটি দিয়ে দেওয়া হয়। মেডিসিনের চিকিৎসক দেখাতেই ডেঙ্গি পরীক্ষা করতে বলেন। রিপোর্ট পজিটিভ আসে। সোমবার তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নেত্রী। তাঁর প্লেটলেট নামতে থাকে। শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বুধবার সকালে মৃত্যু হয় নেত্রীর।
এই খবরটিও পড়ুন
তাঁর পরিবারের আরও এক শিশু ডেঙ্গি আক্রান্ত। আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নেত্রীর ছেলে বলেন, “শনিবার থেকেই বমি হচ্ছিল। জ্বরও আসে। আমরা বনগাঁ হাসপাতালে দিই। ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। আমাদের এলাকায় সেরকম কেউ ডেঙ্গি আক্রান্ত নেই। তবে তিনি বসিরহাটে চাকরি করতেন। সেখানে শুক্রবার গিয়েছিলেন, সেখান থেকেই হতে পারে কিছু।”