Breaking: বছরের শুরুতেই কোপ পড়ল ফেরান্দোয়, বাগানের নতুন কোচ হাবাস - Bengali News | Mohun Bagan SG Part Ways With Juan Ferrando and Antonio Lopez Habas to Take Over from Kalinga Super Cup - 24 Ghanta Bangla News

Breaking: বছরের শুরুতেই কোপ পড়ল ফেরান্দোয়, বাগানের নতুন কোচ হাবাস – Bengali News | Mohun Bagan SG Part Ways With Juan Ferrando and Antonio Lopez Habas to Take Over from Kalinga Super Cup

0

বছরের শুরুতেই কোপ পড়ল ফেরান্দোয়, বাগানের নতুন কোচ হাবাস

গুঞ্জন ছিল। তা-ই সত্যি হল। নতুন বছরের শুরুতেই হুয়ান ফেরান্দোর ছুটি হয়ে গেল মোহনবাগান (Mohun Bagan) থেকে। টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও হাবাসকে দেওয়া হল দলের দায়িত্ব। তাঁর কোচিংয়েই সুপার কাপ এবং মরসুমের বাকি ম্যাচ খেলবে মোহনবাগান। এএফসি কাপে ব্যর্থতা, আইএসএলে পরপর তিন ম্যাচে হার, এর জেরেই ফেরান্দোর ওপর অসন্তোষ তৈরি হয়েছিল। বলা হয়েছিল, সুপার কাপ পর্যন্ত সময় পাবেন। তা আসলে হল না। ৯ জানুয়ারি থেকে শুরু কলিঙ্গ সুপার কাপ। এক সপ্তাহ সময় পাবেন হাবাস দল গোছানোর জন্য। হাবাসেই আপাতত ভরসা রাখছেন কর্তারা। আশা করা হচ্ছে, হাবাসের হাত ধরেই মোহনবাগান আবার জয়ে ফিরবে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x