'ফসিলস কনসার্ট বিপদের কারণ হতে পারে...', কোন সতর্কবার্তা দিলেন রূপম - Bengali News | Rupam ishlam opens up on his concert issue what advice he gave - 24 Ghanta Bangla News

‘ফসিলস কনসার্ট বিপদের কারণ হতে পারে…’, কোন সতর্কবার্তা দিলেন রূপম – Bengali News | Rupam ishlam opens up on his concert issue what advice he gave

0

শীতের মরশুম, ফলে বিভিন্ন ক্ষেত্রে এখন উৎসবের মেজাজ। জলসা থেকে শুরু করে কনসার্ট, বিভিন্ন গায়ক গায়িকাদের ডেট এখন বুকিং। আগে থেকেই বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে বিজ্ঞাপন। কোন বিশেষ দিনে কে আসছেন, সেই খবর আগে থেকেই ছড়িয়ে যায়। ফলে পছন্দের গায়ক গায়িকাদের গান সামনে থেকে শোনার জন্য অনেকেই চেষ্টা করেন। আর সেই কনসার্ট যদি হয়ে থাকে ফসিলস-এর, তবে তো বলাই বাহুল্য। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় খবর। আর হাজার হাজার ভক্তরা যে রূপম ইসলাম ও তাঁর টিমের গান শুনতে হাজির হবেন, তাও বুঝতে খুব একটা অসুবিধে হয় না। রূপম ইসলামের ভক্ত সংখ্যা যে কত তা কম বেশি সকলের জানা। তবে এবার মধ্যগ্রামে পরিবেশ মেলায় রূপমের কনসার্টে ঘটল বিপত্তি। ভিড় ক্রমেই বাড়তে শুরু করল। একটা সমেয়র পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশৃঙ্খলা সৃষ্টি হয় পলকে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী রথিন ঘোষও এদিন মঞ্চে উঠে রূপ ইসলামের সঙ্গে কথা বলেন। যার ফলে নির্দিষ্ট সময়ের আগেই গান থামিয়ে নেমে যেতে হয় টিমকে।

সেই ভিডিয়ো শেয়ার করেন রূপম। সোশ্যাল মিডিয়ায় যা বর্তমানে হাতে হাতে ভাইরাল। সঙ্গে তিনি বললেন, ‘গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।’

এই খবরটিও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখা মাত্রই নানা জনের নানা মত বর্তমান। কেউ লিখলেন, ‘দাদা আমি মধ্যমগ্ৰামেই থাকি..যেদিন থেকে শুনেছি ফসিলস আসছে,তাও এই এত ছোটো একটা মাঠে,সেদিন থেকে ঠিক এই ভয় টাই পেয়েছি..এর মধ্যেও তোমার দেওয়া উপযুক্ত জবাব গুলো ছিলো অনেক শান্তির আর আমার ছোটো দুই ভাই আর বোন ওরা তোমার একদম সামনে দাড়িয়ে তোমার লাইভ অনুষ্ঠান দেখে ওদের যে উচ্ছ্বাস আর আনন্দ এটা আমার কাছে অনেক বড় পাওনা.. ১ ঘন্টার জন্য মধ্যমগ্ৰাম এর যে পরিস্থিতি হয়েছিলো এটা ফসিলস-এর শক্তি আর তুমি রূপম ইসলাম একজন অনুপ্রেরণা ছিলে, আছ এবং থাকবে, এটাই তার চাক্ষুষ প্রমাণ..।’ আবার কেউ লিখলেন, ‘কারা যেন বলে ভাড়াটে ফ্যান?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x