‘কে ও’, ক্যাটরিনাকে নিজের দাপট দেখাতে এ কী করেন করিনা?
করিনা কাপুর, বলিউডের অন্যতম স্টার। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক দাপটের সঙ্গে ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
তবে একটা সময় ছিল যখন তিনি বেজায় উগ্র ব্যবহার করে ফেলেছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। না, ভাইয়ের সঙ্গে সম্পর্কের জেরে নয়।
বরং প্রতিশোধ নিতে। ঠিক কী হয়েছিল? ক্যাটরিনা তখন নতুন, তাঁকে বলা হয়েছিল তিনি করিনা কাপুরকে একটি পুরষ্কার দেবেন। কিন্তু তেমনটা হয়নি।
শোনা গিয়েছিল যে তিনি পুরষ্কার দিতে মানা করে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন যে তিনি তা পারবেন না। কথাটা জানতে পারেন করিনা কাপুর।
একটি অ্যাওয়ার্ড শোয়ে এসে তিনিও বলে দিয়েছিলেন তিনি ক্যাটরিনা কাইফকে পুরষ্কার দিতে পারবেন না। যা শুনে রীতিমত অবাক হয়েছিলেন ক্যাটরিনা।
করিনা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেখাতে চান ক্যাটরিনাকে তিনি বলিউডে কতটা দাপটের সঙ্গে রাজত্ব করতে পারেন।
পরবর্তীতে তিনি জানতে পারেন যে, ক্যাটরিনা পুরস্কার দেবেন না, তা ইচ্ছে করে বলেননি। বরং তাঁর মনে হয়েছিল তিনি করিনাকে পুরস্কার দেওয়ার যোগ্য হয়ে ওঠেননি তখনও।
আর ঠিক সেই কারণটা করিনা কাপুর যখন জানতে পারেন, তখন সবটাই নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছিলেন।